রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
ঠিকানা
মানচিত্র
সজ্জনকান্দা

,
৭৭০০

তথ্য
ধরনসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৬৫
প্রতিষ্ঠাতাবাংলাদেশ সরকার
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলারাজবাড়ী জেলা
সেশন৬ষ্ঠ থেকে ১২শ
ইআইআইএন১৩২৮৩৭
অধ্যক্ষকাজল বরণ বিশ্বাস
লিঙ্গবালক-বালিকা
শিক্ষার্থী সংখ্যা১২০০ জন (প্রায়)
সময়সূচির ধরনদিবা
সময়সূচিসকাল ৯:০০ ঘটিকা - দুপুর ২:০০ ঘটিকা
ক্যাম্পাসসমূহ১টি
আয়তন৪.১ একর (১৭,০০০ মি)
ক্যাম্পাসের ধরনশহরে
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, এ্যাথলেটিকস
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের একটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকায় অবস্থিত। বিদ্যালয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ।[১]

পটভূমি ও ইতিহাস[সম্পাদনা]

রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে প্রতিষ্ঠানটির নাম ছিল ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট। তখন মাত্র ৪০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

পরবর্তীকালে ১৯৮৬ সালে জাতীয় দক্ষতা মানে উন্নীত হয়। ১৯৯৫ সালে ২ বছর মেয়াদী এস.এস.সি (ভোকেশনাল) এবং ১৯৯৭ সালে এইচ.এস.সি (ভোকেশনাল) শিক্ষা কার্যক্রম চালু করা হয়। ২০০৩ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট থেকে রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নামকরণ করা হয়।[২]

একাডেমিক কার্যক্রম[সম্পাদনা]

বর্তমানে কলেজটিতে চারটি শ্রেণীতে ট্রেড রয়েছে।[৩]

নং শ্রেণী ট্রেডের নাম
০১ ষষ্ঠ প্রযোজ্য নয়
০২ সপ্তম
০৩ অষ্টম
০৪ নবম জেনারেল ইলেকট্রনিক্স-৬২
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-৭৫
আইটি সাপোট অ্যান্ড আইওটি বেসিক-৮৮
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়অর্কস-৯০
০৪ দশম জেনারেল ইলেকট্রনিক্স-৬২
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-৭৫
আইটি সাপোট অ্যান্ড আইওটি বেসিক-৮৮
জেনারেল ইলেকট্রিক্যাল ওয়অর্কস-৯০
০৫ একাদশ কম্পিউটার অপারেশন অ্যন্ড মেইনটেন্যান্স-২৫
ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স-২৭
ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন-২৮
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-২৯
০৬ দ্বাদশ কম্পিউটার অপারেশন অ্যন্ড মেইনটেন্যান্স-২৫
ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স-২৭
ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন-২৮
ফিসকালচার অ্যান্ড ব্রিডিং-২৯
০৭ ট্রেনিং কোর্স
  • ০৩ মাস মেয়াদি
  • ০৬ মাস মেয়াদি
জেনারেল ইলেকট্রিশিয়ান-৩৩
কম্পিউটার অফিস এপ্লিকেশন-৭৬
ড্রাইভিং কাম-অটোমেকানিক্স
মোবাইল ফোন সার্ভিসিং
০৮ এসইআইপি মটর ড্রাইভিং উইথ মেইনটেনেন্স কোর্স

আরও পড়ুন[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "একনজরে"জাতীয় তথ্য বাতায়ন-রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৬ 
  2. "পটভূমি ও ইতিহাস"জাতীয় তথ্য বাতায়ন-রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৬ 
  3. "ট্রেড ও বিভাগসমূহ"রাজবাড়ী সরকারি স্কুল ও কলেজের ট্রেড ও বিভাগসমূহ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৬