রহিমাবাদ, সোয়াত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রহিমাবাদ
ইউনিয়ন পরিষদ
দেশ পাকিস্তান
প্রদেশখাইবার পাখতুনখোয়া
জেলাসোয়াত
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)

রহিমাবাদ (এছাড়াও বানান: রহিম আবাদ) (পশতু: رحيم آباد) একটি প্রশাসনিক ইউনিট, যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার তেহসিল বাবুজাইতে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড নামে পরিচিত।

খাইবার পাখতুনখোয়া স্থানীয় সরকার আইন ২০১৩ অনুযায়ী।[১] জেলা সোয়াতের ৬৭টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে মোট গ্রাম পরিষদের সংখ্যা ১৭০টি এবং প্রতিবেশী পরিষদ ৪৪টি।

রহিমাবাদ হল আঞ্চলিক ওয়ার্ড, যা আরও দুটি প্রতিবেশী পরিষদে বিভক্ত:

  1. রহিম আবাদ/রহমান আবাদ (প্রতিবেশী পরিষদ)
  2. রহিম আবাদ/আমানকোট (প্রতিবেশী পরিষদ)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]