রমানন্দ সেনগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রমানন্দ সেনগুপ্ত
জন্ম(১৯১৬-০৫-০৮)৮ মে ১৯১৬
মৃত্যু২৩ আগস্ট ২০১৭(2017-08-23) (বয়স ১০১)
মাতৃশিক্ষায়তনবিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
পেশাসিনেমাটোগ্রাফার
কর্মজীবন১৯৩৮–১৯৭৬

রমানন্দ সেনগুপ্ত (৮ মে ১৯১৬ - ২৩ আগস্ট ২০১৭) একজন ভারতীয় সিনেমাটোগ্রাফার ছিলেন। [১] তিনি ১৯১৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ২০১৬ সালে তিনি শতবর্ষী হন। [২] [৩]

সেনগুপ্ত ৭০টিরও বেশি ছবিতে পর্দার পেছনে দাঁড়িয়েছেন। সিনেমাটোগ্রাফিতে তার কাজ শুরু হয় ১৯৩৮ সালে যখন তিনি কলকাতায় (পূর্বে কলকাতা ) অরোরা ফিল্ম কর্পোরেশনে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। তিনি প্রথম জি কে মেহতার সাথে ১৯৪১ সালের কুরুক্ষেত্র চলচ্চিত্রে সহকারী হিসাবে কাজ করেছিলেন। [৪]সেনগুপ্তের প্রথম একক কাজ ছিল অর্ধেন্দু মুখার্জী পরিচালিত পূর্বরাগ । সেনগুপ্ত ফরাসি পরিচালক জিন রেনোয়ারের সাথে কাজ করেছিলেন যখন তিনি তার ১৯৫১ সালের চলচ্চিত্র দ্য রিভারের শুটিং করতে কলকাতায় আসেন। [৫]

২০০৭ সালে উত্সব মুখার্জী সেনগুপ্তকে নিয়ে একটি তথ্যচিত্র আন্ডার এক্সপোজড তৈরি করেছিলেন। সিদ্ধার্থ মাইতি সেনগুপ্তকে নিয়ে একটি বই লিখেছেন এবং একটি ডকুমেন্টারি তৈরি করেছেন, আলোর ফ্রেম এ ছায়ার সাজ (ছায়ার বিরুদ্ধে আলোর ফ্রেমিং)[৬]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

  • ডাকঘর (বাংলা)
  • বিন্দুর ছেলে (বাংলা)
  • কংকাবতীর ঘাট (বাংলা)
  • পার্সোনাল এসিস্টেন্ট (বাংলা)
  • বন্ধু (বাংলা)
  • হংসমিথুন পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়
  • দেখার কারা (বাংলা)
  • নাগরিক (১৯৭৭,বাংলা)
  • তিন ভূবনের পারে (বাংলা)
  • নিশীথে (১৯৬১,বাংলা)
  • মেঘ (১৯৬০, বাংলা)
  • শ্রী লংকানাথ (১৯৬০, ওড়িষা)
  • হেডমাস্টার (১৯৫৯,বাংলা)
  • শিল্পী (১৯৫৬, বাংলা)
  • রাত ভোরে (১৯৫৫, মৃণাল সেনের প্রথম চলচ্চিত্র)
  • ঘুম ভাংগার গান -উৎপল
  • দ্য রিভার (১৯৫১)
  • পূর্বাত্রা (১৯৪৭)
  • পূর্বরাগ (১৯৪৬, বাংলা)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "KFF spotlight on India's oldest cinematographer"। Rang De India। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৫ 
  2. "The History and Practice of Cinematography in India: Interview Ramananda Sengupta" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩ 
  3. Mitra, Prithvijit। "Ace cinematographer turns 100"Times of India। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৫ 
  4. Mukherjee, Partha। "Golden eye"। Harmony। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৫ 
  5. "The old man and the river he shot"The Telegraph। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৫ 
  6. Biswas, Premankur (২০১৫-০৬-২১)। "Ramanand Sengupta: Life Through a Lens"The Indian ExpressIndian Express Limited। সংগ্রহের তারিখ ২০১৫-১২-১৩ 

বহি:সংযোগ[সম্পাদনা]