রমানন্দ সেনগুপ্ত
রমানন্দ সেনগুপ্ত | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৩ আগস্ট ২০১৭ | (বয়স ১০১)
মাতৃশিক্ষায়তন | বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় |
পেশা | সিনেমাটোগ্রাফার |
কর্মজীবন | ১৯৩৮–১৯৭৬ |
রমানন্দ সেনগুপ্ত (৮ মে ১৯১৬ - ২৩ আগস্ট ২০১৭) একজন ভারতীয় সিনেমাটোগ্রাফার ছিলেন। [১] তিনি ১৯১৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ২০১৬ সালে তিনি শতবর্ষী হন। [২] [৩]
সেনগুপ্ত ৭০টিরও বেশি ছবিতে পর্দার পেছনে দাঁড়িয়েছেন। সিনেমাটোগ্রাফিতে তার কাজ শুরু হয় ১৯৩৮ সালে যখন তিনি কলকাতায় (পূর্বে কলকাতা ) অরোরা ফিল্ম কর্পোরেশনে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। তিনি প্রথম জি কে মেহতার সাথে ১৯৪১ সালের কুরুক্ষেত্র চলচ্চিত্রে সহকারী হিসাবে কাজ করেছিলেন। [৪]সেনগুপ্তের প্রথম একক কাজ ছিল অর্ধেন্দু মুখার্জী পরিচালিত পূর্বরাগ । সেনগুপ্ত ফরাসি পরিচালক জিন রেনোয়ারের সাথে কাজ করেছিলেন যখন তিনি তার ১৯৫১ সালের চলচ্চিত্র দ্য রিভারের শুটিং করতে কলকাতায় আসেন। [৫]
২০০৭ সালে উত্সব মুখার্জী সেনগুপ্তকে নিয়ে একটি তথ্যচিত্র আন্ডার এক্সপোজড তৈরি করেছিলেন। সিদ্ধার্থ মাইতি সেনগুপ্তকে নিয়ে একটি বই লিখেছেন এবং একটি ডকুমেন্টারি তৈরি করেছেন, আলোর ফ্রেম এ ছায়ার সাজ (ছায়ার বিরুদ্ধে আলোর ফ্রেমিং) । [৬]
চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
- ডাকঘর (বাংলা)
- বিন্দুর ছেলে (বাংলা)
- কংকাবতীর ঘাট (বাংলা)
- পার্সোনাল এসিস্টেন্ট (বাংলা)
- বন্ধু (বাংলা)
- হংসমিথুন পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়
- দেখার কারা (বাংলা)
- নাগরিক (১৯৭৭,বাংলা)
- তিন ভূবনের পারে (বাংলা)
- নিশীথে (১৯৬১,বাংলা)
- মেঘ (১৯৬০, বাংলা)
- শ্রী লংকানাথ (১৯৬০, ওড়িষা)
- হেডমাস্টার (১৯৫৯,বাংলা)
- শিল্পী (১৯৫৬, বাংলা)
- রাত ভোরে (১৯৫৫, মৃণাল সেনের প্রথম চলচ্চিত্র)
- ঘুম ভাংগার গান -উৎপল
- দ্য রিভার (১৯৫১)
- পূর্বাত্রা (১৯৪৭)
- পূর্বরাগ (১৯৪৬, বাংলা)
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "KFF spotlight on India's oldest cinematographer"। Rang De India। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৫।
- ↑ "The History and Practice of Cinematography in India: Interview Ramananda Sengupta" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২৩।
- ↑ Mitra, Prithvijit। "Ace cinematographer turns 100"। Times of India। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৫।
- ↑ Mukherjee, Partha। "Golden eye"। Harmony। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৫।
- ↑ "The old man and the river he shot"। The Telegraph। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৫।
- ↑ Biswas, Premankur (২০১৫-০৬-২১)। "Ramanand Sengupta: Life Through a Lens"। The Indian Express। Indian Express Limited। সংগ্রহের তারিখ ২০১৫-১২-১৩।
বহি:সংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রমানন্দ সেনগুপ্ত (ইংরেজি)