রবার্ট রবিনসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা InternetArchiveBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:১৬, ৬ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14))। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

রবার্ট রবিনসন
জন্ম১৩ সেপ্টেম্বর, ১৮৮৬
ডার্বিশায়ার, ইংল্যান্ড
মৃত্যু৮ ফেব্রুয়ারি ১৯৭৫(1975-02-08) (বয়স ৮৮)
বাকিংহামশায়ার, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
নাগরিকত্বযুক্তরাজ্য
মাতৃশিক্ষায়তনম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণDevelopment of Organic synthesis
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ১৯৪৭
ফ্রাঙ্কলিন মেডেল ১৯৪৭
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজৈব রসায়ন[১]
প্রতিষ্ঠানসমূহসিডনি বিশ্ববিদ্যালয়
লিভারপুল বিশ্ববিদ্যালয়
British Dyestuffs Corporation
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
লন্ডন বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাWilliam Henry Perkin, Jr.
ডক্টরেট শিক্ষার্থীArthur John Birch
William Sage Rapson

রবার্ট রবিনসন (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৮৮৬ - মৃত্যু: ৮ ফেব্রুয়ারি, ১৯৭৫) একজন ব্রিটিশ জৈব রসায়নবিদ।[১] তিনি ১৯৪৭ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

রবিনসন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯০৬ সালে বিএসসি এবং ১৯১০ সালে ডিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯১২ সালে সিডনি বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ ও ফলিত জৈব রসায়নের প্রথম পূর্ণ অধ্যাপক নিযুক্ত হন। তিনি ১৯১৫ সালে ব্রিতেনে ফিরে লিভারপুল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯২১ সালে তিনি সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯২২ সালে তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়নের চেয়ারম্যান নিযুক্ত হন এবং ১৯২৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়নের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি ১৯৩০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রসায়নের পূর্ণ অধ্যাপক নিযুক্ত হন। ১৯৪৫ থেকে ১৯৫০ সাল পর্যন্ত রয়েল সোসাইটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।[২]

সম্মাননা

তথ্যসূত্র

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1039/NP9870400053, এর পরিবর্তে দয়া করে |doi=10.1039/NP9870400053 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ