বিষয়বস্তুতে চলুন

রফিকুল ইসলাম (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক
রফিকুল ইসলাম
যশোর-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯১ – ফেব্রুয়ারি ১৯৯৬
পূর্বসূরীমীর শাহাদাতুর রহমান
উত্তরসূরীকাজী মনিরুল হুদা
কাজের মেয়াদ
জুন ১৯৯৬ – ২০০১
পূর্বসূরীকাজী মনিরুল হুদা
উত্তরসূরীশাহাদৎ হুসাইন
প্রতিমন্ত্রী-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
জুন ১৯৯৬ – ২০০১
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীনুরুন্নাহার লিলি

রফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদমুক্তিযুদ্ধা যিনি যশোর-২ আসনের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী ছিলেন।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

রফিকুল ইসলাম যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী নুরুন্নাহার লিলি।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

অধ্যাপক রফিকুল ইসলাম ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেও তিনি পরাজিত হন।[]

তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে যশোর-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[] এর পর জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ভাবে অংশ নিয়ে পরাজিত হন তিনি।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "রফিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫ 
  4. "রফিকুল ইসলাম (যশোর)"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫