রফিকুল ইসলাম বকুল
রফিকুল ইসলাম বকুল | |
---|---|
পাবনা-৫ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৮৮ | |
কাজের মেয়াদ ফেব্রুয়ারি ১৯৯৬ – ২০০১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৫০ পাবনা |
মৃত্যু | ১০ নভেম্বর ২০০০ কোনাবাড়ী, সিরাজগঞ্জ জেলা। (সড়ক দুর্ঘটনায়) |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৯৬ সালের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সম্পর্ক | আব্দুর রাজ্জাক মুকুল (ভাই) |
পেশা | ব্যবসা ও রাজনীতি |
রফিকুল ইসলাম বাকুল (আনু. ১৯৫০- ১০ নভেম্বর ২০০০) বাংলাদেশী রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান। তিনি পাবনা-৫ (পাবনা সদর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ থেকে একবার (১৯৮৬ সালে) এবং বিএনপির হয়ে দুইবার (ফেব্রুয়ারি ১৯৯৬ ও জুন ১৯৯৬) সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]রফিকুল ইসলাম বকুল আনু. ১৯৫০ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তার ভাই আব্দুর রাজ্জাক মুকুল মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন পাবনা-৭ আসনের সংসদ সদস্য ছিলেন।
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]রফিকুল ইসলাম বকুল দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি পাবনা-৫ (পাবনা সদর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ থেকে একবার (১৯৮৬ সালে) এবং বিএনপির হয়ে দুইবার (ফেব্রুয়ারি ১৯৯৬ ও জুন ১৯৯৬) সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩][৪]
মুক্তিযুদ্ধ
[সম্পাদনা]রফিকুল ইসলাম বকুল পাবনায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ও মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনীর প্রধান। তিনি ১৯৭১ সালের ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দানে পাবনায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।[৫]
মৃত্যু
[সম্পাদনা]রফিকুল ইসলাম বকুল ১০ নভেম্বর ২০০০ সালে সিরাজগঞ্জের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তার স্মরণে পাবনায় তার নামে ‘স্বাধীনতা চত্বর’ স্থাপন করা হয়।[৫][৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "রফিকুল ইসলাম বকুল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।
- ↑ ক খ "বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের মৃত্যুবার্ষিকী মঙ্গলবার"। NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।
- ↑ "পাবনায় 'রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর' নির্মাণ শুরু"। Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।
- ↑ "মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মরণে পাবনা টাউন হলের পৌরমঞ্চের নামকরণ"। somoynews.tv। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫।