রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট
Rangpur Textile Institute
ধরনসরকারি
স্থাপিত২০১৬ (2016)
অধিভুক্তিবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
অধ্যক্ষপ্রকৌশলী রফিকুল ইসলাম
শিক্ষার্থী৩৯০+
অবস্থান, ,
শিক্ষাঙ্গনএকর (শহুরে)
ওয়েবসাইটrti.rangpur.gov.bd

রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট বাংলাদেশের রংপুর জেলায় অবস্থিত[১] একটি মিড লেভেল প্রকৌশলী শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৬-১৭ সেশন হতে এ প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম চালু হয়। এটি ২০১৮ খ্রিস্টাব্দে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন।

ইতিহাস[সম্পাদনা]

বস্ত্র অধিদপ্তরের ৪ টি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন  প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২০১৬ সালে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। ২০১৬-১৭ সেশন হতে ২০১৯-২০ পর্যন্ত শিক্ষাবর্ষে বর্তমান ৪ টি ব্যাচে মোট প্রায় ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

২০১৬-১৭ সেশনে প্রথম ব্যাচে মোট ১০৯ জন ছাত্র/ ছাত্রী  নিয়ে এই প্রতিষ্ঠানের অধ্যয়ন যাত্রা শুরু হয়েছে।

প্রতিষ্ঠানের ভবনসমূহ[সম্পাদনা]

  1. একাডেমিক ভবন
  2. শিক্ষক ডরমিটরি
  3. ছাত্র হোস্টেল
  4. ছাত্রী হোস্টেল

ল্যাবরেটরি ওয়ার্কশপসমূহ[সম্পাদনা]

  1. জুট স্পিনিং শেড
  2. স্পিনিং শেড
  3. ডাইং শেড

ভর্তির যোগ্যতা[সম্পাদনা]

এসএসসি/সমমান উত্তীর্ণ

অধিভুক্তি[সম্পাদনা]

রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকারের বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত।

বিবিধ[সম্পাদনা]

লাইব্রেরী, কম্পিউটার এবং ইনস্টিটিউটের বিভিন্ন শেড এ প্রশিক্ষণ ব্যবস্থা বিদ্যমান।  এছাড়াও আবাসন ও ছাত্র/ছাত্রীদের যাতায়াতের জন্য একটি বাস গাড়ির ব্যবস্থা রয়েছে।

অবস্থান[সম্পাদনা]

এটি রংপুর শহরের তাজহাট থানার অন্তর্গত রংপুর রেলওয়ে স্টেশন মাঠের সামনে অবস্থিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বস্ত্র অধিদপ্তর"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০