যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ
অবয়ব
(যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে পুনর্নির্দেশিত)
স্থাপিত | ২৫ জানুয়ারি, ১৯৭০ |
---|---|
প্রতিষ্ঠাতা | রনদেব চৌধুরী |
সভাপতি | যশোদেব চৌধুরী |
অধ্যক্ষ | ডঃ সুনন্দা গোয়েঙ্কা |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহরাঞ্চলীয় |
অধিভুক্তি | কলিকাতা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www |
যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ দক্ষিণ কলিকাতার একটি আইন শিক্ষা প্রতিষ্ঠান। কলেজ প্রদত্ত ডিগ্রী কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) দ্বারা অনুমোদিত।
ইতিহাস
[সম্পাদনা]১৯৭০ সালে কলকাতায় ব্যারিস্টার ও ভারতের জাতীয়তাবাদী নেতা যোগেশচন্দ্র চৌধুরীর স্মৃতিতে কলেজটি তৈরী করে চৌধুরী ফাউন্ডেশন ট্রাস্ট। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জয়ন্ত নাথ চৌধুরী এবং আইনজীবী, শিক্ষাবিদ রণদেব চৌধুরী কলেজটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বর্তমানে ৫ বছরের শিক্ষাক্রমে বি.এ এলএল.বি., বি.এ এলএল. বি (অনার্স) ও ২ বছরের শিক্ষাক্রমে এল.এল.এম পড়ানো হয়ে থাকে। ভারতের বার কাউন্সিল দ্বারা এই ডিগ্রী স্বীকৃত।[১][২]
কৃতি ছাত্রছাত্রী
[সম্পাদনা]- ভাস্কর ভট্টাচার্য (প্রাক্তন প্রধান বিচারপতি, গুজরাত হাইকোর্ট)
- প্রণব কুমার চট্টোপাধ্যায় (প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্ট)
- জয়ন্ত কুমার বিশ্বাস (প্রাক্তন বিচারপতি, কলকাতা হাইকোর্ট)
- মমতা বন্দ্যোপাধ্যায় (মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার)
- সৌগত রায় (ভারতীয় সাংসদ)
- শোভন চট্টোপাধ্যায় (মহানাগরিক, কলকাতা)
- পার্থ চট্টোপাধ্যায় (মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jogesh Chandra Chaudhuri Law College"। ২০ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।
- ↑ "Jogesh Chandra Chaudhuri Law College, Tollygunge, Kolkata"। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।