যোগেন্দ্র চান্দোলিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যোগেন্দ্র চান্দোলিয়া দিল্লী পৌর কর্পোরেশনের (এমসিডি) স্থায়ী কমিটির চেয়ারপারসন ছিলেন। [১] তিনি দিল্লির করোল বাগ অঞ্চলের দেব নগরের পৌর কাউন্সিলরও ছিলেন। তিনি কলেজ জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বেশ কয়েকবার পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি বিজেপির অন্তর্ভুক্ত। তিনি রেগার সম্প্রদায় থেকে তিনিই প্রথম দিল্লির পৌর কর্পোরেশন স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ লাভ করেছিলেন। তিনি করোল বাগ আসনের প্রথম রাজনীতিবিদ যিনি নির্বাচনে হাট-ট্রিক করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "MCD Standing Committee chairperson, deputy retain posts"Indian Express। ১৭ মে ২০১১। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১১