ম. তামিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ডক্টর
ম. তামিম
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
কাজের মেয়াদ
১০ জানুয়ারি ২০০৮ – ০৬ জানুয়ারি ২০০৯
ব্যক্তিগত বিবরণ
জন্মমোহাম্মদ তামিম
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান মাদ্রাজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
আলবার্টা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. ম. তামিম একজন বাংলাদেশি শিক্ষাবিদ। তিনি মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।[১] তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের তিনি আজীবন ফেলো।[২][৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ম. তামিম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অধ্যয়ন করেন। তিনি ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করেছেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

ম. তামিম ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

১৫ জানুয়ারি ২০০৮ থেকে ৬ জানুয়ারি ২০০৯ পর্যন্ত তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগে দায়িত্ব পালন করেন।

তিনি সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ সেকশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mahbub Jamil, ex-secy Samaddar made special assistants to CA"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২২ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪ 
  2. "Professor Mohammad Tamim New Pro-VC of BRAC University"ব্র্যাক (ইংরেজি ভাষায়)। ৮ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪ 
  3. "Dr. Mohammad Tamim"পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪