মৎস্য অবতরণ এবং পাইকারী মৎস্য বিক্রয় কেন্দ্র (পাথরঘাটা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মৎস্য অবতরণ এবং পাইকারী মৎস্য বিক্রয় কেন্দ্র (পাথরঘাটা) বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় অবস্থিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের একটি ইউনিট। ১৯৮১-৮৩ মেয়াদে ২.০২ কোটি টাকা ব্যয়ে ৫.৪০ একর জমিতে বিশখালী নদীর পশ্চিম পার্শ্বে এ ইউনিটটি স্থাপন করা হয়।[১] দেশে সামুদ্রিক মাছের চাহিদার একটি বড় অংশ আসে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে।[২][৩]

ইতিহাস[সম্পাদনা]

১৯৮১ সালে এটি ৫.৪০ একর জমির উপর বিষখালি নদীর পশ্চিম পার্শ্বে এটি স্থাপিত হয়। ১৯৯৭-২০০০ সময়কালে ২.৬৪ কোটি টাকায় BMRE করা হয়।

অবকাঠামো[সম্পাদনা]

বর্তমানে এ অবতরণ কেন্দ্রে নিম্নোক্ত অবকাঠামো বিদ্যমান রয়েছে-

  • বরফকল (৩০ টন ক্ষমতা) - ১টি
  • দ্বিতল নিলাম শেড (HACCP মানের) - ১টি
  • আড়ৎঘর (মৎস্য বিপণনের জন্য) - ২৭ টি
  • মিনি ডকইয়ার্ড (২টি স্লিপওয়ে) - ১টি
  • পানি বিশুদ্ধ করণ ফিল্টার (৫০০০ লিটার ক্ষমতা) - ১টি
  • বিশুদ্ধ পানি সরবরাহ ট্যাংক (১০,০০০ লিটার) - ১টি
  • পন্টুন (মৎস্য অবতরণের সুবিধার্থে) - ৫টি

অর্জন[সম্পাদনা]

মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, পাথরঘাটা কেন্দ্রে গত ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ (মার্চ, ২০১৯ পর্যন্ত) অর্থ-বছরে মৎস্য অবতরণ হয়েছে যথাক্রমে ৪৭৬৬.৯৭ মেঃ টন, ৪৭৪২.৩৩ মেঃ টন এবং ৩৫৩৪.৪৮ মোঃ টন এবং বোট মেরামত করা হয়েছে যথাক্রমে ১১৩টি, ১০৮টি এবং ৮২০ টি। এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে উপকেন্দ্র চরদুয়ানীতে ৩৩×২৫ ফুট সইজের একটি অকশন শেড নির্মাণ করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. web@somoynews.tv। "সামুদ্রিক মাছের চাহিদার বড় অংশ আসে বরগুনার পাথরঘাটা থেকে"somoynews.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৫ 
  3. "বরগুনা জেলা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]