ম্যাসিডনের প্রথম এরোপস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রথম এরোপস
ম্যাসিডনের রাজা
রাজত্ব৬০২-৫৭৬ খ্রিস্টপূর্বাব্দ
পূর্বসূরিপ্রথম ফিলিপ
উত্তরসূরিপ্রথম আলকেতাস
বংশধরপ্রথম আলকেতাস
রাজবংশআর্গিয়াদ
পিতাপ্রথম ফিলিপ
ধর্মপ্রাচীন গ্রিক ধর্ম

প্রথম এরোপস (গ্রিক: Ἀέροπος) ম্যাসিডন শাসনকারী আর্গিয়াদ রাজবংশের সপ্তম রাজা ছিলেন।

পরিচয়[সম্পাদনা]

৬০২ খ্রিস্টপূর্বাব্দে ইলিরিয়দের সঙ্গে যুদ্ধে পিতা প্রথম ফিলিপের মৃত্যু হলে তার শিশুপুত্র প্রথম এরোপস যুদ্ধদীর্ণ ম্যাসিডনের অধিপতি ঘোষিত হন। এই সময় ম্যাসিডোনিয়রা থ্রেসইলিরিয়রা যুদ্ধে বারংবার পরাজিত হওয়ার পর সেনাবাহিনী শিশু প্রথম এরোপসকে সামনে রেখে যুদ্ধে অবতীর্ণ হয় এবং থ্রেসইলিরিয়দের ম্যাসিডন থেকে হঠিয়ে দিতে সক্ষম হয়। প্রথম এরোপসের জীবন সম্বন্ধে এই ঘটনার চেয়ে বেশি কিছু জানা যায় না।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Farr, Edward History of the Macedonians (Robert Carter & Brothers, New York, 1850), pg. 37
ম্যাসিডনের প্রথম এরোপস
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
প্রথম ফিলিপ
ম্যাসিডনের রাজা
৬০২-৫৭৬ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরী
প্রথম আলকেতাস