ম্যারি পপিন্স ওপেনস দ্য ডোর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যারি পপিন্স ওপেনস দ্য ডোর
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকপি. এল. ট্র্যাভার্স
অঙ্কনশিল্পীম্যারি শেপার্ড
দেশযুক্তরাজ্য
ধারাবাহিকম্যারি পপিন্স
ধরনশিশুতোষ, কাল্পনিক
প্রকাশকপিটার লয়েলিন ডেভিস
রেইন্যাল অ্যান্ড হিচকক (মার্কিন যুক্তরাষ্ট্র)[১]
প্রকাশনার তারিখ
১৯৪৩
পৃষ্ঠাসংখ্যা২১৯ (যুক্তরাজ্য); ২৩৯ (মার্কিন যুক্তরাষ্ট্র)
ওসিএলসি৬৪৪৪৭৫১২
এলসি শ্রেণীPZ7.T689 Mat[১]
পূর্ববর্তী বইম্যারি পপিন্স কামস ব্যাক 
পরবর্তী বইম্যারি পপিন্স ইন দ্য পার্ক 

ম্যারি পপিন্স ওপেনস দ্য ডোর (ইংরেজি: Mary Poppins Opens the Door) অস্ট্রেলীয়-ব্রিটিশ লেখিকা পি. এল. ট্র্যাভার্স রচিত ব্রিটিশ শিশুতোষ কাল্পনিক উপন্যাস। এটি ম্যারি পপিন্স বই ধারাবাহিকের তৃতীয় ও শেষ উপন্যাস। এতে ঐন্দ্রজালিক ক্ষমতাসম্পন্ন ইংরেজ আয়া ম্যারি পপিন্সের ব্যাঙ্কস পরিবারে ফিরে আসা ও রোমাঞ্চকর গল্প বর্ণিত হয়েছে। বইটি ১৯৪৩ সালে হারকোর্ট, ব্রেস অ্যান্ড ওয়ার্ল্ড, ইনকর্পোরেটেড থেকে প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদ করেন ম্যারি শেপার্ড ও অ্যাগনেস সিমস।

চলচ্চিত্রে উপযোগকরণ[সম্পাদনা]

২০০৪ সালে জুলি অ্যান্ড্রুজ ম্যারি পপিন্স চলচ্চিত্রের ৪০তম বার্ষিকীর ডিভিডি প্রকাশকালে ডিজনিটুন স্টুডিওজ প্রযোজিত লাইভ-অ্যাকশন/অ্যানিমেটেড ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। দ্য ক্যাট দ্যাট লুকড অ্যাট আ কিং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ম্যারি পপিন্স ওপেনস দ্য ডোর অবলম্বনে নির্মিত এবং এটি দি আনসার স্টুডিওর প্রথম কাজ, যারা পূর্বে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন জাপানের কর্মী ছিলেন।[২]

ম্যারি পপিন্সের উচ্চারিত শব্দগুচ্ছ "দ্য ডোর ওপেনস" ম্যারি পপিন্স রিটার্নস (২০১৮) চলচ্চিত্রেও ব্যবহৃত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ট্র্যাভার্স, পি. এল. (১৯৪৩)। "Mary Poppins opens the door"লাইব্রেরি অব কংগ্রেস। রেইন্যাল অ্যান্ড হিচকক। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪ 
  2. ডেসোভিট্‌জ, বিল (২৭ অক্টোবর ২০০৪)। "Japan's New Answer Studio Builds on Animation's Past and Future"অ্যানিমেশন ওয়ার্ল্ড নেটওয়ার্ক। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]