মৌমিতা দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৌমিতা দত্ত
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনরাজাবাজার বিজ্ঞান মহাবিদ্যালয়,
কলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাপদার্থ বিজ্ঞানী, ইসরো
উল্লেখযোগ্য কর্ম
মঙ্গলযান, ২০১৪

মৌমিতা দত্ত একজন ভারতীয় পদার্থ বিজ্ঞানী। তিনি মহাকাশ প্রয়োগ কেন্দ্র (Space Applications Centre,SAC), এবং আহমেদাবাদস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বিজ্ঞানী/প্রকৌশলী হিসাবে কর্মরত৷ তিনি আলোকীয় এবং ইনফ্রারেড সংবেদক/সরঞ্জামের বিকাশ এবং পরীক্ষণের সাথে জড়িত (cameras and imaging spectrometers)৷ ২০১৪ সালের বিখ্যাত মঙ্গলযান মিশনের সাথে তিনি জড়িত ছিলেন। মঙ্গলযান মিশনের পাঁচটা পেইলোডের একটি পেইলোডের (Payload) বিকাশের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।[১]

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

দত্ত কলকাতায় বড়ো হয়েছিলেন।[২] ছাত্রী অবস্থাতেই তিনি চন্দ্রযান-১ অভিযানের বিষয়ে পড়তে শুরু করেন। এবং ২০০৪ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় যোগদান করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। [১] পদার্থ বিজ্ঞানের প্রতি থাকা বিশেষ আকর্ষণ দত্তকে প্রকৌশলী হ'তে প্রেরণা যুগিয়েছিল। [৩] তিনি মঙ্গল অভিযান প্রকল্পের প্রকল্প সঞ্চালক হিসাবে কাজ করেছেন। [৪] কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রাজাবাজার বিজ্ঞান মহাবিদ্যালয় থেকে মৌমিতা দত্ত প্রায়োগিক পদার্থ বিজ্ঞানে এম.টেক. ডিগ্রী অর্জন করেন। [৪] ২০০৬ সালে তিনি আহমেদাবাদস্থিত Space Applications Centreয়ে যোগদান করেন। তখনরথেকেই তিনি অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রকল্পের সাথে জড়িত হয়েছেন। যেনে-oceansat, Resourcesat, HySAT, চন্দ্রযান ১ এবং মঙ্গলযান। তাঁকে "মিথেন সংবেদক"য়ের প্রকল্প সঞ্চালক হিসাবে নির্বাচন করা হয়েছিল এবং সংবেদকটির সম্পূর্ণ আলোকীয় প্রণালী, বিকাশের দায়িত্ব প্রদান করা হয়েছিল। [৩] "মেক ইন ইন্ডিয়া"র আধারে তিনি বর্তমান আলোকীয় সরঞ্জামের দেশীয় বিকাশের ক্ষেত্রে কাজ করছেন। তাঁর গবেষণার ক্ষেত্র গ্যাস সংবেদকের ক্ষুদ্র সংস্করণ নির্মাণের সাথে জড়িত যেখানে আলোকক্ষেত্রের কিছু আধুনিকতম প্রযুক্তি ব্যবহার হয়। [৫]

পুরস্কার[সম্পাদনা]

  • ২০০৭ সালে যুব বিজ্ঞানী পুরস্কার।
  • ২০১৫ সালে মঙ্গলযান অভিযানে (The Mars Orbiter Mission) অগ্রণী অবদানের জন্য ইসরো দলীয় পুরস্কার। [৬]

আগ্রহ[সম্পাদনা]

মহাকাশ বিজ্ঞানী হওয়া ছাড়াও মৌমিতা দত্তের সাহিত্য, সৃজনশীল রচনা, আবৃত্তি এবং সঙ্গীতে উৎসাহ আছে।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kiser, Barbara (২৯ নভেম্বর ২০১৭)। "Rocket woman"A view From the Bridge। Nature.com। ২৬ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮ 
  2. Daswani, Divia Thani (২০১৬-০৩-০১)। "The women of ISRO"VOGUE India (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৬ 
  3. Agarwal, Ipsita (১৭ মার্চ ২০১৭)। "These Scientists Sent a Rocket to Mars for Less Than It Cost to Make "The Martian""Wired। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮ 
  4. Devnath, Vinay (১৬ ফেব্রুয়ারি ২০১৭)। "8 Hardworking ISRO Women Scientists Who Are Breaking The Space Ceilings With Their Work"Storypick। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮ 
  5. "Women-Power Moms of Mars Mission"Corporate Citizen। জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৮ 
  6. "WOMAN POWER : MOMS of Mars Mission"। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০ 
  7. https://theinterviewportal.com/2017/06/15/space-scientist-interview/