মোহাম্মদ মিজারুল কায়েস
অবয়ব
মো. মিজারুল কায়েস | |
---|---|
ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত | |
কাজের মেয়াদ ২০১৪ – মার্চ ২০১৭ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২ এপ্রিল ১৯৬০ |
মৃত্যু | ১১ মার্চ ২০১৭ ব্রাসিলিয়া, ব্রাজিল | (বয়স ৫৬)
জাতীয়তা | বাংলাদেশি |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
মোহাম্মদ মিজারুল কায়েস (২ এপ্রিল ১৯৬০ - ১০ মার্চ ২০১৭) একজন বাংলাদেশী কূটনীতিক ছিলেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে তিনি ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।[১] এর আগে ২০১২-২০১৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। [২][৩][৪]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]মিজারুল কায়েস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
মিজারুল কায়েস ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্ণমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]মিজারুল কায়েস ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mijarul Quayes next ambassador to Russia"। The Independent। Dhaka। ২৬ মে ২০০৮। ২০০৮-০৮-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৩।
- ↑ "Mijarul Quayes fired as UK envoy"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ জুলাই ২০১৪।
- ↑ "The one and only Mijarul Quayes!"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ জুলাই ২০১৪।
- ↑ "ACC initiates probe against 11 BD foreign missions"। The New Nation। ২৪ মে ২০১৬। ৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৭।
উইকিমিডিয়া কমন্সে মোহাম্মদ মিজারুল কায়েস সংক্রান্ত মিডিয়া রয়েছে।