মোহাম্মদ ইসমাইল (পরিচালক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ ইসমাইল
জন্ম(১৯৫১-০৯-০১)১ সেপ্টেম্বর ১৯৫১
মৃত্যু২০ মার্চ ২০২১(2021-03-20) (বয়স ৬৯)
জাতীয়তামরক্কী
নাগরিকত্বমরক্কী
পেশাচলচ্চিত্র পরিচালক

মোহাম্মদ ইসমাইল (১ সেপ্টেম্বর ১৯৫১ - ২০ মার্চ ২০২১) একজন মরক্কী চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি ২০০৮ সালের চলচ্চিত্র ওয়াদান উম্মাহাত পরিচালনা করেন।[১][২][৩]

১৯৭০ সালে তিনি রাবাত অনুষদে আইন বিষয়ে অধ্যয়ন শুরু করেন।

১৯৭৪ সালে, তিনি মরোক্কো টেলিভিশনে যোগ দেন ও সেখানে তিনি অসংখ্য চলচ্চিত্র, নাট্য সন্ধ্যা এবং বেশ কয়েকটি বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান প্রযোজনা ও পরিচালনা করেন।

পরিচালিত চলচ্চিত্র[সম্পাদনা]

  • ২০০৯ : আওলাদ লাবলাদ
  • ২০০৮ : ওয়াদান উম্মাহাত
  • ২০০৫ : পোরকুই পাস (টেলিফিল্ম)
  • ২০০৪ : ইচি এত লা
  • ২০০৩ : আল্লাল আল কালদা (টেলিফিল্ম)
  • ২০০১ : আমওয়াজো এল বার (টেলিফিল্ম)
  • ২০০০ : এত আপ্রেস ...
  • ১৯৯৬ : আউচতাম

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]