মোহসিন হামিদ
মোহসিন হামিদ | |
---|---|
স্থানীয় নাম | محسن حامد |
জন্ম | লাহোর, পাকিস্তান | ২৩ জুলাই ১৯৭১
পেশা | ঔপন্যাসিক, লেখক ও ব্র্যান্ড উপদেষ্টা |
জাতীয়তা | পাকিস্তানি ব্রিটিশ |
শিক্ষা প্রতিষ্ঠান | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ল স্কুল |
সময়কাল | ২০০০-বর্তমান |
ধরন | সাহিত্যিক কল্পকাহিনী |
উল্লেখযোগ্য রচনাবলি | নিচে দেখুন |
দাম্পত্যসঙ্গী | জাহরা |
সন্তান | ১ |
ওয়েবসাইট | |
mohsinhamid |
মোহসিন হামিদ (উর্দু: محسن حامد; জন্ম ২৩ জুলাই ১৯৭১) একজন পাকিস্তানি-ব্রিটিশ ঔপন্যাসিক, লেখক ও ব্র্যান্ড উপদেষ্টা। তার রচিত উপন্যাসগুলো হল মথ স্মোক (২০০০), দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট (২০০৭), হাউ টু গেট ফিলথি রিচ ইন রাইজিং এশিয়া (২০১৩) ও এক্জিট ওয়েস্ট (২০১৭)। তার দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট উপন্যাসটি ২০০৭ সালে বুকার পুরস্কারের ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্ত হয়,[২] এবং অ্যানিসফিল্ড-উল্ফ বই পুরস্কার ও এশীয় আমেরিকান সাহিত্য পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করে।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]হামিদ ১৯৭১ সালের ২৩শে জুলাই এক পাঞ্জাবি ও কাশ্মীরি বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন।[৩] তার শৈশবের কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি ৩ থেকে ৯ বছর পর্যন্ত সেখানে ছিলেন। তার পিতা একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি সে সময়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি ছিলেন। তিনি এরপর তার পৈত্রিক বাড়ি লাহোরে ফিরে আসেন এবং লাহোর আমেরিকান স্কুলে পড়াশোনা করেন।[৪]
১৮ বছর বয়সে হামিদ তার পড়াশোনার জন্য পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্র পাড়ি জমান। তিনি ১৯৯৩ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের উড্রো উইলসন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে সুম্মা কাম লোডসহ স্নাতক অর্জন করেন। স্নাতক শ্রেণিতে তিনি রবার্ট এইচ. উইলিয়ামসের তত্ত্বাবধানে "সাসটেইনেবল পাওয়ার: ইন্টিগ্রেটেড রিসোর্স প্লানিং ইন পাকিস্তান" শীর্ষক ১২৭ পৃষ্ঠার দীর্ঘ সন্দর্ভ লিখেন।[৫] প্রিন্সটনে শিক্ষার্থী থাকাকালীন হামিদ জয়েস ক্যারল ওটস ও টনি মরিসনের অধীনেও অধ্যয়ন করেছেন। হামিদ মরিসনের শেখানো কথাসাহিত্য কর্মশালার জন্য তার প্রথম উপন্যাসের প্রথম পাণ্ডুলিপি লিখেন। তিনি এই উপন্যাস নিয়ে কাজের জন্য পড়াশোনার পর পাকিস্তানে ফিরে আসেন।[৬]
তিনি এরপর হার্ভার্ড ল স্কুলে ভর্তি হন এবং ১৯৯৭ সালে স্নাতক সম্পন্ন করেন।[৭] করপোরেট আইন বিরক্তিকর হওয়ায় তিনি নিউ ইয়র্ক সিটিতে ম্যাকিনসি অ্যান্ড কোম্পানিতে ব্যবস্থাপনা উপদেষ্টা হিসেবে কয়েক বছর কাজ করে তার শিক্ষার্থী ঋণ শোধ করেন। তিনি লেখার জন্য প্রতি বছর তিন মাস ছুটির অনুমতি পান এবং তিনি এই সময়ে তার প্রথম উপন্যাস মথ স্মোক লেখা সমাপ্ত করেন।[৮]
কর্মজীবন
[সম্পাদনা]হামিদ শুধু এক বছর থাকার জন্য ২০০১ সালের গ্রীষ্মে লন্ডনে যান। যদিও তিনি লেখার জন্য প্রায়ই পাকিস্তানে আসতেন, তিনি আট বছর লন্ডনে বসবাস করেন এবং ২০০৬ সালে যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব লাভ করেন।[৯] ২০০৪ সালে তিনি উল্ফ ওলিন্সের ব্র্যান্ড উপদেষ্টা হিসেবে যোগদান করেন, এবং সপ্তাহে তিনদিন চাকরি করতেন যেন তিনি লেখার সময় পান।[১০] তিনি এরপর উল্ফ ওলিন্সের লন্ডন অফিসে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন এবং ২০১৫ সালে এই কোম্পানির প্রথম প্রধান গল্পকথন কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেন।[১১]
হামিদের প্রথম উপন্যাস মথ স্মোক নিউক্লিয়ার-পরীক্ষা উত্তর লাহোরে একজন মারিজুয়ানা-খোর সাবেক ব্যাংকারের গল্প বর্ণনা করে, যে তার বন্ধু-পত্নীর প্রেমে পড়ে এবং হিরোইনে আসক্ত হয়ে পড়ে। এটি ২০০০ সালে প্রকাশিত হয় এবং খুব দ্রুতই পাকিস্তান ও ভারতে কাল্ট হিট হয়ে ওঠে। এটি সেরা প্রথম উপন্যাসের জন্য প্রদত্ত হেমিংওয়ে ফাউন্ডেশন/পেন পুরস্কারের ফাইনালিস্ট হয় এবং পাকিস্তানে একটি টেলিভিশন অনুষ্ঠানে এবং ইতালিতে একটি অপেরেত্তাতে উপযোগ করা হয়।[১২]
মথ স্মোক-এর একটি উদ্ভাবনী কাঠামো ছিল, এতে একাধিক কণ্ঠস্বর ব্যবহার করে, মধ্যম পুরুষের বিচারের দৃশ্য এবং এর প্রধান চরিত্রদের জীবনে শীতাতপ নিয়ন্ত্রণের ভূমিকার মতো বিষয়গুলোর উপর প্রবন্ধ। ইংরেজি ভাষার দক্ষিণ এশীয় কথাসাহিত্যের সমসাময়িক পদ্ধতির পথপ্রদর্শক হিপের অগ্রদূত, এই বইটিকে কয়েকজন সমালোচক "উপমহাদেশীয় (ইংরেজি) লেখার [তার] প্রজন্ম থেকে বেরিয়ে আসা সবচেয়ে আকর্ষণীয় উপন্যাস" বলে গণ্য করেন। দ্য নিউ ইয়র্ক রিভিউ অব বুকস-এ অনিতা দেসাই উল্লেখ করেন:
ধীরগতির ঋতু পরিবর্তন, গ্রামীণ ডোবা, আড্ডারত উঠান এবং বন্দুক চালানো, মাদক-পাচার, বৃহৎ আকারের শিল্প-কারখানা, বাণিজ্যিক উদ্যোক্তা, পর্যটন, নব্য অর্থ, নাইটক্লাব, বুটিকস... দ্বারা দখলকৃত বিশ্বের ঐতিহ্যবাহী পরিবারগুলো সম্পর্কে কেউ সত্যিই লিখতে বা পড়তে পারে না। এই নতুন বিশ্বকে রেকর্ড করার জন্য হাক্সলি, অরওয়েল, স্কট ফিটজেরাল্ড, এমনকি টম উলফ, জে ম্যাকইনার্নি বা ব্রেট ইস্টন এলিস কোথায় ছিলেন? লাহোরের প্রেক্ষাপটে রচিত মোহসিন হামিদের উপন্যাস মথ স্মোক সেই পৃথিবীর প্রথম চিত্রায়নের একটি।[১৩]
তার দ্বিতীয় উপন্যাস দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট-এ ব্যর্থ প্রেম ও ১১ সেপ্টেম্বরের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নত জীবন ছেড়ে আসার সিদ্ধান্ত নেওয়া একজন পাকিস্তানির গল্প বিবৃত করে। এটি ২০০৭ সালে প্রকাশিত হয় এবং এর ১ মিলিয়নের অধিক কপি বিক্রি হয়ে নিউ ইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় ৪র্থ স্থান অধিকার করে।[১৪][১৫] উপন্যাসটি বুকার পুরস্কারের ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্ত হয় এবং অ্যানিসফিল্ড-উল্ফ বই পুরস্কার, এশীয় আমেরিকান সাহিত্য পুরস্কার-সহ কয়েকটি পুরস্কার অর্জন করে ও ২৫টি ভাষায় অনূদিত হয়। দ্য গার্ডিয়ান বইটিকে এই দশককে সংজ্ঞায়িত করা অন্যতম বই হিসেবে নির্বাচন করে।[১৬]
মথ স্মোক-এর মত দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট আনুষ্ঠানিকভাবে নিরীক্ষাধর্মী ছিল। উপন্যাসটি নাটকীয় স্বগতোক্তির ব্যবহার দেখা যায়, যেখানে পাকিস্তানি কেন্দ্রীয় চরিত্রটি অনবরত মার্কিন শ্রোতাকে সম্বোধন করতে থাকে যাকে কখনো সরাসরি কথা বলতে শোনা যায়নি। হামিদ বলেন আলবের কাম্যুর দ্য ফল বইটি তার এই বর্ণনাভঙ্গির আদর্শ হিসেবে কাজ করেছে।[১৭][১৮] একজন মন্তব্যকারীর মতে, এই কৌশলটির কারণে:
হয়ত আমরা পাঠকই সিদ্ধান্তে পৌঁছাতে পারি; হয়ত বইটি আমাদের অবচেতন অনুমানগুলোকে প্রতিফলিত করার জন্য একটি রোরশাচ [Rorschach] হিসেবে লেখা হয়েছে। আমাদের না জানার মধ্যেই উপন্যাসের রহস্য লুকিয়ে রয়েছে... হামিদ আক্ষরিক অর্থেই আমাদেরকে এক ধরনের গলিতে ফেলে চলে যায়, গল্পটি হঠাৎ করেই স্থগিত হয়ে যায়; এমনকি এটাও সম্ভব যে কিছু সহিংসতা ঘটতে পারে। তবে সম্ভবত, আমরা বিরোধপূর্ণ বিশ্ব দৃষ্টিভঙ্গির থলে ধরে রেখেছি। আমাদের চেঞ্জিসের প্রতীকীবাদ নিয়ে চিন্তা করতে দেওয়া হয়েছে যেখানে আমরা প্রতীকবাদের খেলায় ধরা পড়েছি—এটি এমন একটি খেলা যার সাথে আমরা নিজেরাই পরিচিত।"[১৯]
তার তৃতীয় উপন্যাস হাউ টু গেট ফিলথি রিচ ইন রাইজিং এশিয়া দ্য নিউ ইয়র্কার-এর ২৪ সেপ্টেম্বর ২০১২ সংখ্যায় এবং গ্রন্থ-এর বসন্ত ২০১৩ সংখ্যায় ভিন্নভাবে প্রকাশিত হয় এবং ২০১৩ সালের মার্চে রিভারহেড বুকস থেকে প্রকাশিত হয়।[২০][২১] পূর্ববর্তী বইগুলোর মত হাউ টু গেট ফিলথি রিচ ইন রাইজিং এশিয়া-এ উভয় ধরনের রীতির মিশ্রণ দেখা দিচ্ছে। মধ্যম পুরুষে বর্ণিত উপন্যাসটিতে দারিদ্রপীড়িত গ্রাম্য বালক থেকে উন্নয়নশীল এশিয়ার একটি অজানা শহরে ধনাট্য ব্যবসায়ীতে পরিণত কেন্দ্রীয় চরিত্রের জীবনযাত্রার গল্প বলা হয়েছে, যে অজানা একজন সুন্দরী নারীর প্রত্যাশায় রয়েছে পথে যার সাথে তার দেখা হয় কিন্তু কথা হয়নি। উন্নয়নশীল এশিয়ার সর্বত্র উচ্চাকাঙ্ক্ষী যুবকদের নিয়ে লেখা উপন্যাসটি সকৌতুক এবং অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সময়ে উচ্চাকাঙ্ক্ষা ও ভালোবাসার তৃষ্ণার চিত্রায়নে প্রগাঢ়তার পরিচয় দিয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর পর্যালোচনায় মিচিকো কাকুতানি উপন্যাসটিকে "গভীরভাবে আন্দোলিত" বলে উল্লেখ করে লিখেন যে হাউ টু গেট ফিলথি রিচ ইন রাইজিং এশিয়া "[হামিদকে] তার প্রজন্মের অন্যতম উদ্ভাবনী ও সহজাত গুণসম্পন্ন লেখক হিসেবে তার স্থান দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করে।"[২২]
এছাড়াও হামিদ রাজনীতি, শিল্পকলা, সাহিত্য, ভ্রমণ ও অনান্য বিষয়াবলি নিয়ে লিখেছেন, তন্মধ্যে তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস-এ পাকিস্তানের অভ্যন্তরীণ বিভাজন ও উগ্রপন্থা নিয়ে সম্পাদকীয় লিখেছেন।[২৩] তার সাংবাদিকতা, প্রবন্ধ ও গল্পগুলো টাইম, দ্য গার্ডিয়ান ও ডন,[২৪] দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট,[২৫] দ্য ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন,[২৬] দ্য প্যারিস রিভিউ ও অনান্য প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। ২০১৩ সালে ফরেন পলিসি পত্রিকা তাকে বিশ্বের ১০০ শীর্ষ বৈশ্বিক চিন্তাবিদ হিসেবে আখ্যা দিয়েছে।
হামিদের চতুর্থ উপন্যাস এক্জিট ওয়েস্ট (২০১৭) নাদিয়া ও সাঈদ নামে এক তরুণ দম্পতি এবং অভিবাসন সমস্যায় জর্জরিত এক সময়ে তাদের সম্পর্ক নিয়ে রচিত। এটি ২০১৭ সালে বুকার পুরস্কারের ক্ষুদ্রতালিকায় অন্তর্ভুক্ত হয়।
মুসলিম অস্তিত্বের সীমিত, প্রায়শই এক-পাক্ষিক উপস্থাপনা, ধর্মীয় প্রতীক/বিশ্বাসগুলোকে শুধুমাত্র সম্ভবত মৌলবাদী বা সন্ত্রাস-সহানুভূতিশীল ঝোঁকের সাথে যুক্ত করার জন্য আহ্বান জানানোর জন্যও তার উপন্যাসগুলো সমালোচিত হয়েছে।[২৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]হামিদ ২০০৯ সালে তার স্ত্রী জাহরা ও তাদের কন্যা দিনাকে (জন্ম ১৪ আগস্ট ২০০৯) নিয়ে লাহোরে ফিরে আসেন। বর্তমানে তিনি পাকিস্তান ও বিদেশে তথা লাহোর, নিউ ইয়র্ক, লন্ডন এবং ইতালি ও গ্রিস-সহ বিভিন্ন ভূমধ্যসাগরীয় দেশে সময় ভাগাভাগি করে বসবাস করছেন। হামিদ নিজেকে "শঙ্কর" বলে দাবী করেন,[২৮] এবং তার একটি লেখনীতে বলেন, "একটি উপন্যাস প্রায়ই একজন মানুষের তার নিজের সাথে সংলাপে বিভক্ত হতে পারে।"[২৯]
সৃষ্টিকর্মের তালিকা
[সম্পাদনা]- মথ স্মোক (২০০০), আইএসবিএন ০-৩৭৪-২১৩৫৪-২
- দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট (২০০৭), আইএসবিএন ০-২৪১-১৪৩৬৫-৯
- হাউ টু গেট ফিলথি রিচ ইন রাইজিং এশিয়া (২০১৩), আইএসবিএন ৯৭৮-১-৫৯৪৪৮-৭২৯-৩
- ডিসকনটেন্ট অ্যান্ড ইটস সিভিলাইজেশন্স: ডিসপ্যাচস ফ্রম লাহোর, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন (২০১৪), আইএসবিএন ৯৭৮-০-২৪১-১৪৬৩০-৯
- এক্জিট ওয়েস্ট (২০১৭), আইএসবিএন ৯৭৮-০-২৪১-৯৭৯০৭-৫
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]মোহসিন হামিদ নিম্নোক্ত উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
- ২০০০: দ্য নিউ ইয়র্ক টাইমস বর্ষসেরা উল্লেখযোগ্য বই - মথ স্মোক
- ২০০১: বেটি ট্রাস্ক পুরস্কার - মথ স্মোক
- ২০০১: হেমিংওয়ে ফাউন্ডেশন/পেন পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - মথ স্মোক
- ২০০৭: বুকার পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৭: দ্য নিউ ইয়র্ক টাইমস বর্ষসেরা উল্লেখযোগ্য বই - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৮: অ্যাম্ব্যাস্যাডর বই পুরস্কার - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৮: অ্যানিসফিল্ড-উল্ফ বই পুরস্কার - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৮: আর্টস কাউন্সিল ইংল্যান্ড ডেসিবেল পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৮: এশীয় আমেরিকান সাহিত্য পুরস্কার - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৮: অস্ট্রেলিয়া-এশিয়া সাহিত্য পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৮: কমনওয়েলথ রাইটার্স পুরস্কার (ইউরেশিয়া অঞ্চল, সেরা বই) (ক্ষুদ্রতালিকা) - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৮: ইনডেক্স অন সেন্সরশিপ টি আর ফাইভেল পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৮: জেমস টেইট ব্ল্যাক স্মারক পুরস্কার (কথাসাহিত্যে) (ক্ষুদ্রতালিকা) - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৮: সাউথ ব্যাংক শো সাহিত্যে বার্ষিক পুরস্কার - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৯: ইন্টারন্যাশনাল ডাবলিন সাহিত্য পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০০৯: প্রিমিও স্পেসিয়াল দাল তেস্তো আল্লো শের্মো - দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট
- ২০১৩: দক্ষিণ এশীয় সাহিত্যে ডিএসসি পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - হাউ টু গেট ফিলথি রিচ ইন রাইজিং এশিয়া[৩০]
- ২০১৩: ফরেন পলিসি পত্রিকার ১০০ সেরা বৈশ্বিক চিন্তাবিদ[৩১]
- ২০১৪: তিজিয়ানো তেরজানি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার - [৩২]
- ২০১৪: আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - হাউ টু গেট ফিলথি রিচ ইন রাইজিং এশিয়া[৩৩]
- ২০১৭: কারকাস পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - এক্জিট ওয়েস্ট
- ২০১৭: বুকার পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - এক্জিট ওয়েস্ট
- ২০১৭: সাহিত্যে নিউস্টাট আন্তর্জাতিক পুরস্কার (ক্ষুদ্রতালিকা)
- ২০১৭: নিউ ইয়র্ক টাইমসের বর্ষসেরা বই - এক্জিট ওয়েস্ট
- ২০১৭: সেন্ট ফ্রান্সিস কলেজ সাহিত্য পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - এক্জিট ওয়েস্ট
- ২০১৮: ব্রিটিশ সায়েন্স ফিকশন অ্যাসোসিয়েশন পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - এক্জিট ওয়েস্ট
- ২০১৮: ডেটন সাহিত্য শান্তি পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - এক্জিট ওয়েস্ট
- ২০১৮: রয়্যাল সোসাইটি অব লিটারেচারের ফেলো
- ২০১৮: এলএ টাইমস বই পুরস্কার - এক্জিট ওয়েস্ট
- ২০১৮: সিতারা-ই-ইমতিয়াজ
- ২০১৮: র্যাথবোনস ফোলিও পুরস্কার (ক্ষুদ্রতালিকা) - এক্জিট ওয়েস্ট
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mohsin Hamid"। Front Row। ২৪ এপ্রিল ২০১৩। বিবিসি রেডিও ৪। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ "Man Booker Prize - Prize Archive (2007)"। বুকার পুরস্কার। ২৬ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ হামিদ, মোহসিন (১৫ আগস্ট ২০০৭)। "After 60 Years, Will Pakistan Be Reborn?"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ পার্লেজ, জেন (১২ অক্টোবর ২০০৭)। "Mohsin Hamid: A Muslim novelist's eye on U.S. and Europe"। দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ হামিদ, মোহসিন (১৯৯৩)। "Sustainable Power: Integrated Resource Planning in Pakistan"। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ কিনসন, সারা (৬ জুন ২০০৮)। "Why I write: Mohsin Hamid"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ রাইস, লুইস (১৮ জুলাই ২০০০)। "A Novel Idea"। হার্ভার্ড ল বুলেটিন। ১৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ টমাস জুনিয়র, ল্যান্ডন (২৩ এপ্রিল ২০০১)। "Akhil and Mohsin Get Paid: Moonlighting Salomon Smith Barney, McKinsey Guys Write Novels"। অবজারভার। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ হামিদ, মোহসিন (৯ নভেম্বর ২০০৭)। "Mohsin Hamid on becoming a UK citizen"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১।
- ↑ "Profile – Mohsin Hamid"। ডিজাইন উইক। ৮ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১।
- ↑ গ্রোথাস, মাইকেল (১ মে ২০১৫)। "Why Companies Need Novelists"। ফাস্ট কোম্পানি। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১।
- ↑ "Anisfield-Wolf Award citation"। ৮ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১।
- ↑ দেসাই, অনিতা (২১ ডিসেম্বর ২০০০)। "Passion in Lahore"। নিউ ইয়র্ক রিভিউ অব বুকস। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১।
- ↑ "Exclusive: "Taking a hermit to a party and letting him dance" | Enter…"। ডন। ২১ জুলাই ২০১৩। Archived from the original on ২১ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ "Best Sellers, Hardcover Fiction"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৯ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ "Books of the decade"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ৫ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ "Critical Outakes: Mohsin Hamid on Camus, Immigration, and Love"। ক্রিটিকাল মাস। ৩০ মার্চ ২০০৭।
- ↑ সলোমন, ডেবরা (১৫ এপ্রিল ২০০৭)। "The Stranger"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ "In the Terror House of Mirrors"। নিউ ইয়র্ক রিভিউ অব বুকস। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ ন্যাস্ট, কোন্ডে (১৭ সেপ্টেম্বর ২০১২)। "The Third-Born"। দ্য নিউ ইয়র্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ "Granta Issue 122: Betrayal"। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ কাকুতানি, মিচিকো (২১ ফেব্রুয়ারি ২০১৩)। "Love and Ambition in a Cruel New World"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ হামিদ, মোহসিন (২২ ফেব্রুয়ারি ২০১৩)। "Opinion | To Fight India, We Fought Ourselves"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ "Paying for Pakistan"। ডন। ৭ মে ২০০৭। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ হামিদ, মোহসিন (২২ জুলাই ২০০৭)। "'Why Do They Hate Us?'"। দ্য ওয়াশিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ হামিদ, মোহসিন (১৮ মার্চ ২০০৯)। "Opinion | Flailing, but Not Yet Failing"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ মিয়াঁ, জাইন আর. (১৯ জানুয়ারি ২০১৯)। "Willing representatives: Mohsin Hamid and Pakistani literature abroad"। হেরাল্ড ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১।
- ↑ "The Pathos of Exile"। TIME। ১৮ আগস্ট ২০০৩।[অকার্যকর সংযোগ]
- ↑ "My Reluctant Fundamentalist" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ এপ্রিল ২০০৯ তারিখে Powells Original Essays
- ↑ ম্যাথু, অ্যাশলিন (২২ নভেম্বর ২০১৩)। "Three Indians in race for DSC prize for South Asian Literature 2014"। India Today। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- ↑ কুমার, রুচি। "Hamid Karzai Has Nothing Good To Say About America"। ফরেন পলিসি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- ↑ ""Tiziano Terzani Prize" Press Release"। ২৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
- ↑ মানকানি, মেহজাবিন (২০ জুন ২০১৪)। "Mohsin Hamid's novel shortlisted for International Literary Award"। ডন। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রাতিষ্ঠানিক
- মোহসিন হামিদের ওয়েবসাইট
- গ্রান্টায় মোহসিন হামিদ
- হলটজব্রিঞ্চকে মোহসিন হামিদ
- পেঙ্গুইনে মোহসিন হামিদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ সেপ্টেম্বর ২০১২ তারিখে
- সাক্ষাৎকার
- ইগো ম্যাগাজিনে মোহসিন হামিদ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ জানুয়ারি ২০১৮ তারিখে
- ১৯৭১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর পাকিস্তানি লেখক
- ২১শ শতাব্দীর ব্রিটিশ ঔপন্যাসিক
- কাশ্মীরি বংশোদ্ভূত পাকিস্তানি ব্যক্তি
- পাকিস্তানি ঔপন্যাসিক
- ব্রিটিশ পুরুষ ঔপন্যাসিক
- মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি প্রবাসী
- মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ প্রবাসী
- ম্যাকিনসি অ্যান্ড কোম্পানির ব্যক্তি
- লাহোরের লেখক
- লাহোর আমেরিকান স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- হার্ভার্ড ল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- সিতারা-ই-ইমতিয়াজ বিজয়ী
- যুক্তরাজ্যের স্বাভাবিক নাগরিক
- লাহোরের ব্যক্তি