মোস্তফা মোহসীন মন্টু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোস্তফা মোহসীন মন্টু
সাধারণ সম্পাদক, গণফোরাম
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৯ – বর্তমান
ঢাকা-৩ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮
পূর্বসূরীনিজাম উদ্দীন খান
উত্তরসূরীসাইফুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1945-02-02) ২ ফেব্রুয়ারি ১৯৪৫ (বয়স ৭৯)
ধানমন্ডি, ঢাকা
নাগরিকত্ববাংলাদেশ
রাজনৈতিক দলগণফোরাম
পেশারাজনীতিবিদ

মোস্তফা মোহসীন মন্টু একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি বর্তমানে গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মোস্তফা মোহসীন মন্টু ১৯৪৫ সালের ১ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম মীর জাহান ও মাতার নাম রাহেলা খাতুন।[১]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

মোস্তফা মোহসীন মন্টু ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হন[২] এবং কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন। ২০০৯ সালে তিনি গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[৩]

১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে মন্টু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৪][৫] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৩ আসনে নির্বাচন করে ৬৬,২২০ ভোট পেয়ে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানের কাছে পরাজিত হন।[৬] ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-২ঢাকা-৩ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ‘উদীয়মান সূর্য’ প্রতীকে এবং ঢাকা-৭ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "হলফনামা" (পিডিএফ)ecs.gov.bd। ২৮ নভেম্বর ২০১৮। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসে ২০১৮ 
  2. ঢাকা (৮ নভে ২০১৮)। "আওয়ামী লীগ থেকে ড. কামাল যেভাবে বেরিয়ে আসেন"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৬ ডিসে ২০১৮ 
  3. "আওয়ামী লীগ বনাম সাবেক আওয়ামী লীগ"বাংলাদেশ প্রতিদিন। ১ নভে ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ডিসে ২০১৮ 
  4. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. "রাজনীতিতে রং বদল"মানবজমিন। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "মোস্তফা মোহসীন মন্টু"প্রথম আলো। ১০ নভে ২০১৮। ১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসে ২০১৮