মোনার্ক মার্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোনার্ক মার্ট
শিল্পই-বাণিজ্য
প্রতিষ্ঠাকাল২০২২; ২ বছর আগে (2022)
প্রতিষ্ঠাতাসাকিব আল হাসান
সদরদপ্তর১০/২, গাওছিয়া কাশেম টাওয়ার, ৩য় তলা, আরামবাগ, ,
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
কাজী সাদিয়া হাসান
পণ্যসমূহমার্কেটপ্লেস, রিটেইলার
কর্মীসংখ্যা
৮০
মাতৃ-প্রতিষ্ঠানমোনার্ক হোল্ডিংস লিমিটেড
ওয়েবসাইটmonarchmart.com (ইংরেজি)

মোনার্ক মার্ট হল বাংলাদেশের একটি অনলাইন দোকান। ২০২২ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে মোনার্ক মার্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সাকিব আল হাসান-এর উদ্যোগে কোম্পানিটি অনলাইন ই-কমার্স হিসেবে বাজারে আসে। এটি মূলত বাংলাদেশে তাদের পরিষেবা প্রদান করে।

ইতিহাস[সম্পাদনা]

২০২২ সালের ২১শে জানুয়ারি বাংলাদেশী ক্রিকেটার অল-রাউন্ডার সাকিব আল হাসান অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে মোনার্ক মার্ট প্রতিষ্ঠা করেন।[১] পরে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি সারা দেশে একটি সাধারণ বাজার কৌশল এবং ব্যবসায়িক মডেলে রুপান্তরিত হয়। ওয়েবসাইট চালুর কিছুদিন পরেই তারা গ্রাহকদের জন্য অ্যান্ড্রয়েডআইফোন ব্যবহারকারীদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন চালু করে।

২০২২ সালের ২ সেপ্টেম্বর মোনার্ক মার্ট তাদের শুভেচ্ছাদূত হিসেবে গলফার সিদ্দিকুর রহমানকে নির্বাচিত করে। গ্রামীনফোন নামে একটি টেলিকম প্রতিষ্ঠান শুভেচ্ছা দূত হিসেবে নাম প্রত্যাহার করার প্রায় ১০ বছর পরে সিদ্দিকুর আবার কোন কোম্পানীর শুভেচ্ছা দূত নির্বাচিত হন।[২]

২৭ মার্চ ২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে মোনার্ক মার্ট।[৩] তবে কিছু দিন পর রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।[৪]

২০২২ সালের সেপ্টেম্বরে, মোনার্ক মার্ট হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোনার্ক পদ্মা পদ্মা ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেয়[৫] যা বাংলাদেশ হকি ফেডারেশন এবং এইচ যৌথভাবে আয়োজন করে। এটি একটি ছয় দলের হকি টুর্নামেন্ট যা বাংলাদেশে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি স্টাইলে অনুষ্ঠিত হয়। মোনার্ক মার্ট টুর্নামেন্টের একচেটিয়া টিকিটিং অংশীদারও।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাকিব আল হাসান এবার ই-কমার্স ব্যবসায়"যুগান্তর। জানুয়ারি ২৩, ২০২২। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৩, ২০২২ 
  2. Staff, Reporter (সেপ্টেম্বর ২, ২০২২)। "Golfer Siddikur named brand ambassador of Shakib's company"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২, ২০২২ 
  3. "মোশাররফকে ১৫ লাখ টাকা অনুদান দিল সাকিবের প্রতিষ্ঠান"এবি নিউজ ২৪। মার্চ ২৭, ২০২২। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০২২ 
  4. "ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২ 
  5. "Shakib buys a hockey team for BCT"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সেপ্টেম্বর ৯, ২০২২। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৯, ২০২২ 
  6. "হকি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পার্টনার সাকিবের 'মোনার্ক মার্ট'"জাগো নিউজ। অক্টোবর ২৬, ২০২২। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]