মোঃ জসিম উদ্দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোঃ জসিম উদ্দিন [১] [২]
জন্ম১লা জানুয়ারিতে ১৯৬৫
নোয়াখালীর সোনাইমুড়ী
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাস্নাতক ডিগ্রি-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অধ্যয়ন বিভাগ
দাম্পত্য সঙ্গীমিসেস জেসমিন আক্তার
সন্তানছেলে তাসিন জাসিম ও মেয়ে তাফিয়া জাসিম (২)
পিতা-মাতা
  • আলহাজ্ব ইদ্রিস মিয়া (পিতা)
  • তাহেরা বেগম (মাতা)

মোঃ জসিম উদ্দিন (জন্মঃ ১লা জানুয়ারিতে ১৯৬৫) বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠক। তিনি বাংলাদেশের বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ [৩] এর ভাইস চেয়ারম্যান। [৪] [৫] বাংলাদেশের বৃহৎ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও তিনি সার্ক চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর বর্তমান প্রেসিডেন্ট। এছাড়াও তিনি বাংলাদেশ প্লাষ্টিক গুডস ম্যানুফ্যাকচারার এন্ড এক্সপার্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট, ডিজাইনার ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন।

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

মোঃ জসিম উদ্দিন বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৯৬৫ সালের ১লা জানুয়ারীতে একটি স্বনামধন্য পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ্ব ইদ্রিস মিয়া ছিলেন একজন ব্যবসায়ী ও তাঁর মাতা তাহেরা বেগম ছিলেন একজন গৃহিনী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি শেষ করেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কর্মজীবন[সম্পাদনা]

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র থাকা অবস্থায় তিনি ১৯৮৬ সালে বেঙ্গল গ্রুপ পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবাসয়িক যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি এফবিসিসিআই এর প্রেসিডেন্ট [৬] [৭], বায়ান্ন টিভির চ্যানেল চেয়ারম্যান, আরটিভির ভাইস চেয়ারম্যান, দেশ জেনারেল লাইফ ইন্সুরেন্স এর ভাইস চেয়ারম্যান, বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান প্রভৃতি দায়িত্ব পালন করছেন। এছাড়াও বর্তমানে তিনি সার্ক চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি [৮] ও এফবিসিসিআই রিসার্চ সেন্টার [৯] এর বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন। এছারাও তিনি আরও যেসকল কোম্পানিতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত আছেন-

  • বেঙ্গল প্লাস্টিক লিমিটেড
  • বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড
  • বেঙ্গল করোগেটেড কার্টন ইন্ড লিমিটেড
  • হ্যামিল্টন মেটাল কর্পোরেশন লিমিটেড
  • হ্যামিল্টন মল্ড এন্ড ইনঞ্জিনিয়ারিং লিমিটেড
  • ডিজাইনার ওয়াশিং এন্ড ডাইং লিমিটেড
  • বেঙ্গল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  • বেঙ্গল ওভারসিজ কর্পোরেশন লিমিটেড
  • বেঙ্গল ফিড এন্ড ফিশারিজ লিমিটেড
  • বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেড
  • বেঙ্গল সিমেন্ট লিমিটেড
  • বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড
  • বেঙ্গল ফ্লেক্সিপ্যাক লিমিটেড
  • রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
  • লেক্সাস বিস্কুট লিমিটেড
  • ডিজাইনার ফ্যাশন লিমিটেড
  • বেঙ্গল এল পি জি লিমিটেড
  • ফিউচার ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট লিঃ
  • বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড
  • বেঙ্গল কনসেপ্ট এন্ড হোলডিংস লিমিটেড
  • বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিঃ (আর টিভি)
  • বেঙ্গল মেলামাইন লিমিটেড
  • বেঙ্গল এডহেসিভ এন্ড কেমিক্যাল প্রোডাক্টস
  • বেঙ্গল রিটেইলস লিমিটেড
  • হ্যাপি মার্ট
  • বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড
  • বেঙ্গল রিনিউয়েবল এনার্জি লিমিটেড
  • লিনেক্স ইলেকট্রনিক্স বিডি লিমিটেড
  • বেঙ্গল হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড
  • পাওয়ার ইউটিলিটি বাংলাদেশ লিমিটেড'
  • বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক [১০] [১১]

সম্মাননা ও পুরস্কার[সম্পাদনা]

জসিম উদ্দিন বাংলদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের শিল্প ও বাণিজ্যিক মন্ত্রণালয় কর্তৃক 'সিআইপি' সম্মাননা[১২][১৩] (২০০৮-২০০৯), (২০১০-২০১১) প্রাপ্ত হয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় রফতানি ট্রফি সিলভার [১৪][১৫], ( ১৯৯৭-১৯৯৮) পেয়েছেন । ২০০৭ বেস্ট এন্টারপ্রাইজ এ্যাওয়ার্ড - মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় রফতানি ট্রফি গোল্ড পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় রফতানি ট্রফি গোল্ড (২০০০-২০০১) পেয়েছেন। এছাড়াও ২০০৯ প্রেসিডেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Profile – Md. Jashim Uddin – Desh General Insurance Company Limited" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  2. "Md. Jashim Uddin | BENGAL GROUP OF INDUSTRIES | Bangladesh"OMICS International (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  3. "Mr. Md. Jashim Uddin"bengalgroup.com। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  4. https://www.facebook.com/rtvonline। "বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী মো. জসিম উদ্দিন"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  5. প্রতিবেদক, নিজস্ব (২০২১-০২-১৮)। "দৌড়ে এগিয়ে বেঙ্গলের জসিম উদ্দিন"Prothomalo। ২০২৩-১০-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  6. https://www.somoynews.tv/pages/details/277910
  7. "এফবিসিসিআইয়ের সভাপতি হলেন বেঙ্গল গ্রুপের জসিম উদ্দিন"NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  8. www.kalerkantho.com https://www.kalerkantho.com/print-edition/industry-business/2023/05/22/1282518। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  9. "এফবিসিসিআইয়ের ২৩তম সভাপতি জসিম"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  10. "বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শিল্পপতি জসিম উদ্দিন"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  11. প্রতিদিন২৪.কম, বাঙলা (২০২৩-০২-২৬)। "বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত - বাঙলা প্রতিদিন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "সিআইপি সম্মাননা পেলেন ১৮০ ব্যবসায়ী"www.businessinsiderbd.com। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  13. "Bengal Group Vice Chairman Md Jashim Uddin receives prestigious honour from New York State Assembly"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-০২। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  14. BonikBarta। "জাতীয় রফতানি ট্রফি পেল ৭১ প্রতিষ্ঠান"জাতীয় রফতানি ট্রফি পেল ৭১ প্রতিষ্ঠান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬ 
  15. "'রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০' পাচ্ছে ২০ প্রতিষ্ঠান"banglanews24.com। ২০২৩-০১-০৪। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৬