মেইজু কিন
মেইজু কিন | |
---|---|
জন্ম | আনশান, লিয়াওনিং, চীন | ৩ জানুয়ারি ১৯৯৪
মাতৃশিক্ষায়তন | আলবার্টা বিশ্ববিদ্যালয় |
আদি নিবাস | সাংহাই, চীন |
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) |
উপাধি | মিস ইউনিভার্স চীন ২০১৮ |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
চুলের রং | বাদামি |
চোখের রং | কালো |
প্রধান প্রতিযোগিতা | মিস ইউনিভার্স চীন ২০১৭ (দ্বিতীয় রানার আপ) মিস ইউনিভার্স চীন ২০১৮ (বিজয়ী) মিস ইউনিভার্স ২০১৮ |
মেইজু কিন (চীনা: 秦美苏; জন্ম ৩ জানুয়ারি ১৯৯৪) হলেন একজন চীনা মডেল, যিনি মিস ইউনিভার্স চীন ২০১৮ খেতাব লাভ করেছিলেন এবং মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় চীনের প্রতিনিধিত্ব করেছিলেন।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মেইজু কিন জন্মেছিলেন চীনের লিয়াওনিং প্রদেশের আনশানে, ১৯৯৪ সালের ৩ জানুয়ারিতে। তিনি বর্তমানে সাংহাইতে বাস করেন।
মেইজু কিন কানাডার এডমন্টনের আলবার্টা বিশ্ববিদ্যালয় থেকে গণিতের উপরে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।
সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ
[সম্পাদনা]মিস ইউনিভার্স চীন ২০১৭
[সম্পাদনা]মেইজু কিন মিস ইউনিভার্স চীন ২০১৭ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হিসেবে ঘোষিত হন। সেবার মিস ইউনিভার্স চীন খেতাব লাভ করেছিলেন রোজেটে কিউ।
মিস ইউনিভার্স চীন ২০১৮
[সম্পাদনা]মেইজু কিন ২০১৮ সালের এপ্রিল মাসের ১৮ তারিখে মিস ইউনিভার্স চীন খেতাব লাভ করেন।[২] ফলশ্রুতিতে তিনি মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় চীনের প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করেন।
মিস ইউনিভার্স ২০১৮
[সম্পাদনা]মেইজু কিন ২০১৮ সালে থাইল্যান্ডের ব্যাংককে মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় চীনের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি সেখানে খেতাব জিততে পারেন নি। মিস ইউনিভার্স ২০১৮ খেতাব জিতেছিলেন ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Miss Universe China 2018 is Qin Meisu"। vnexpress.net (Vietnamese ভাষায়)। ২৭ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- ↑ "Meisu Qin crowned Miss Universe China 2018"। Beauty Pageant - India Times। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৮।
- ↑ News, Joel Guinto, ABS-CBN। "Catriona Gray crowned Miss Universe"। ABS-CBN News।