বিষয়বস্তুতে চলুন

মৃদুল দাশগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মৃদুল দাশগুপ্ত (জন্ম → ৩ এপ্রিল ১৯৫৫) একজন বাঙালি কবি ও সাংবাদিক।তাঁকে ১৯৭৫ খ্রিস্টাব্দে ‘ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড’ এ সম্মানিত করা হয়। তিনি ২০০০ সালে সূর্যস্তে নির্মিত গৃহ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার পান ও ২০১২ সালে সোনার বুদবুদ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন।[][]

কবি মৃদুল দাশগুপ্ত

জীবনী

[সম্পাদনা]

মৃদুল দাশগুপ্ত ১৯৫৫ সাল হুগলী জেলাশ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। পিতার নাম জ্যোৎস্না কুমার দাশগুপ্ত এবং মাতার নাম সান্ত্বনা দাশগুপ্ত । তাঁর প্রাথমিক শিক্ষা পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয় ও শ্রীরামপুর ইউনিয়ন ইন্সটিটিউশনে। উত্তরপাড়াপ্যারীমোহন কলেজে জীববিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন। তাঁর সাংবাদিকতা জীবনের শুরু হয় সাপ্তাহিক পরিবর্তন পত্রিকায়। পরে কাজ করেছেন যুগান্তরআজকাল পত্রিকাতেও। তাঁর প্রথম কবিতার বই জলপাই কাঠের এসরাজ ১৯৮০ সালে প্রকাশিত হয়। কবি জীবনের প্রথমে শীর্ষবিন্দু, বেলাভূমি, ভাইরাস, কৃত্তিবাস, কয়েকজন ইত্যাদি পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হত। মৃদুল দাশগুপ্ত ২০০০ সালে সূর্যাস্তে নির্মিত গৃহ কাব্যগ্রন্থের জন্য ‘পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার’ পান।[][]

গ্রন্থ

[সম্পাদনা]
  • জলপাই কাঠের এসরাজ
  • এ ভাবে কাঁদে না
  • গোপনে হিংসার কথা বলি
  • সূর্যাস্তে নির্মিত গৃহ
  • সোনার বুদবুদ
  • ধানক্ষেত থেকে
  • সাতপাঁচ
  • কবিতা সহায়
  • ঝিকিমিকি ঝিরিঝিরি
  • ছড়া ৫০
  • আমপাতা জামপাতা
  • রঙিন ছড়া

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. shaoli। "মৃদুল দাশগুপ্ত"ebela.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪ 
  2. "~:: WB SCL ::~"www.wbpublibnet.gov.in। ২০১৮-১০-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৩ 
  3. "মৃদুল দাশগুপ্ত"পরস্পর। ২০২০-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪ 
  4. Admin। "মৃদুল দাশগুপ্ত জীবনী মূলক রচনা"Higher Secondary। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪