মুহাম্মাদ সুহাইল তাক্কুশ
ড.মুহাম্মদ সুহাইল তাক্কুশ | |
---|---|
محمد سهيل طقوش | |
জন্ম | ১৯৫৫ (বয়স ৬৭–৬৮) |
জাতীয়তা | লেবানীয় |
মাতৃশিক্ষায়তন | কায়রো বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
পরিচিতির কারণ | ইসলামের ইতিহাসে অবদান |
ড.মুহাম্মদ সুহাইল তাক্কুশ হচ্ছেন লেবাননের ইতিহাসবিদ। তিনি লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত ইমাম আওযায়ী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিষয়ক অধ্যাপক। তাঁর বিশেষত্ব হল "তুরস্কের ইতিহাস"।[১] তার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মধ্যে, আরব্য জাতীয়তাবাদের প্রবণতা অনেক বেশি।[২]
রচনাসমূহ[সম্পাদনা]
- তারীখুল ইসলামী; ইসলামের ইতিহাস (সংক্ষিপ্ত বিবরণ), দারুন নাফাইস, বৈরুত, ২০০২
- তারীখুল খুলাফা আর-রাশিদীন আল-ফুতুহাত ওয়াল-ইনজাযাতিস সিয়াসিয়াহ; খুলাফায়ে রাশেদীনের ইতিহাস: বিজয় এবং রাজনৈতিক অর্জনের ইতিহাস, দারুন নাফাইস, বৈরুত, ২০০৩।
- তারীখুদ দাওলাতিল উমাওয়িয়্যাহ; উমাইয়া রাষ্ট্রের ইতিহাস, দারুন নাফাইস, বৈরুত, ১৯৮৮।
- তারীখুদ দাওলাতিল আব্বাসিয়্যাহ; আব্বাসীয় রাজ্যের ইতিহাস, দারুন নাফাইস, বৈরুত, ১৯৯৮।
- তারীখুল ফাতিমীন, ফী শিমালী আফ্রিকিয়্যা ওয়া মিসর ওয়া বিলাদাশ শাম; ফাতিমীদের ইতিহাস: উত্তর আফ্রিকা, মিশর ও লেভান্ট ২৯৭-৫৬৭ হি, দারুন নাফাইস, বৈরুত, ২০০১
- তারীখুস সালাজিকাহ ফী বিলাদিশ শাম; শামে সেলজুকদের ইতিহাস, দারুন নাফাইস, বৈরুত, ২০০২
- তারীখু সালাজিকাতির রুম ফি আসিয়া আস-সুগরা ৪৭০-৭০৪ হি. মাদখাল ইলা তারিখুল উসমানিয়্যীন; এশিয়া মাইনরে রুমের সেলজুকদের ইতিহাস ৪৭০- ৭০৪ হিঃ অটোমানদের ইতিহাসের পরিচিতি, দারুন নাফাইস, বৈরুত, ২০০২।
- তারীখুস সালাজিকাহ ফী বিলাদিশ শাম ৪৭১-৫১১ হি; লেভেন্টে সেলজুকদের ইতিহাস ৪৭১-৫১১ হি।
- তারীখুয যিনকিয়্যীন ফিল মওসেল ওয়া বিলাদাশ শাম; মওসেল ও লেভেন্টে যিনকিদের ইতিহাস, দারুন নাফাইস, বৈরুত, ১৯৯৯।
- তারীখুল আইয়ুবিয়্যীন ফি মিসর ওয়া বিলাদাশ শামি ওয়া ইক্বলীমুল জাযীরা ৫৬৯-৬৬১ হি.; মিশরে আইয়ুবিদের ইতিহাস, লেভেন্ট ও গিজিরা অঞ্চল ৫৬৯-৬৬১ হি, দারুন নাফাইস, বৈরুত, ১৯৯৯।
- তারীখুল মামালীক ফী মিসর ওয়া বিলাদাশ শাম ৬৪৮-৯২৩ হি.; মিশর ও শামে মামলুকদের ইতিহাস: ৬৪৮-৯২৩ হি, দার আল-নাফেস, বৈরুত, ১৯৯৯।
- তারীখুল মুগুলুল ইযাম ওয়াল ইলখানিয়্যীন; গ্রেট মুঘল এবং ইলখানাতগুলোর ইতিহাস, দারুন নাফাইস, বৈরুত, ২০০৭
- তারীখুল মুগুলুল কবীলাতিয যাহাবিয়্যাহ ওয়াল হিন্দ; মুঘলদের ইতিহাস: গোল্ডেন হর্ড এবং ভারত, দারুন নাফাইস, বৈরুত, ২০০৭।
- তারীখুল আলাকাতিল উসমানিয়্যাতিল ইরানিয়্যাহ; অটোমান-ইরানি সম্পর্কের ইতিহাস, দারুন নাফাইস, বৈরুত, ১৯৯৯।
- তারীখুল উসমানিয়্যীন মিন কিয়ামিদ দাওলাতি ইলাল ইনকিলাবি আলাল খিলাফাহ; উসমানিদের ইতিহাস: রাষ্ট্রের স্থাপন থেকে খিলাফত বিরোধী অভ্যুত্থান পর্যন্ত, দার আল-নাফেস, বৈরুত, ২০০৭।[৩][৪]
- আল ওয়াজীয ফী তারীখুল খুলাফাইর রাশিদীন; খুলাফায়ে রাশেদীনের ইতিহাস: সংক্ষিপ্ত বিবরণ।
- তারীখুল আকরাদ ৬৩৭-২০১৫ ঈসায়ী; কুর্দিদের ইতিহাস।
- তারীখুত তুলুনিয়্যীন ওয়াল ইখশীদিয়্যীন ওয়াল হামদানিয়্যীন; তুলুনিদ, ইখশিদি এবং হামদানদের ইতিহাস।
- আন্দালুসিয়ায় মুসলমানদের ইতিহাস।
- ইসলামের পূর্বে আরবদের ইতিহাস।
- ইরানের সাফাভি রাজ্যের ইতিহাস।
- প্রাচীন সভ্যতার সুবিধাযুক্ত এনসাইক্লোপিডিয়া।
- তারীখুল হুরুবুস সলিবিয়্যাহ হুরুবুল ফ্রানজাহ ফিল মাশরিক ১০৯৬-১২৯১ ঈসায়ী; ক্রুসেডের ইতিহাস: লেভান্টে ফ্রান্সের যুদ্ধসমূহ।
- তারীখুল জাযীরাতিল আরাবিয়্যাতিল হাদীস ওয়াল মাআসির; আরবের সমসাময়িক আধুনিক ইতিহাস।
- তারীখুল ইরাক (আলহাদীস ওয়াল-মাআসির); ইরাকের ইতিহাস (আধুনিক ও সমসাময়িক)।
- তারীখু মিসরিল হাদীস ওয়াল মাআসির; মিশরের আধুনিক ও সমসাময়িক ইতিহাস।
- তারীখু বিলাদাশ শামিল হাদীস ওয়াল মাআসির; লেভান্টের আধুনিক ও সমসাময়িক ইতিহাস।
- তারীখু ইরানুল হাদীস ওয়াল মাআসির; ইরানের আধুনিক ও সমসাময়িক ইতিহাস।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ د محمد سهيل طقوش المكتبة الشاملة. وصل لهذا المسار في 26 أكتوبر 2016 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০২-১৪ তারিখে
- ↑ المؤرخ [م. محمد إلهامي] ، عشرة كتب في تاريخ الأندلس ، نشر في ساسة بوست كتب في 12/19/2014
- ↑ محمد سهيل طقوش قود ريدر. وصل لهذا المسار في 26 أكتوبر 2016 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৫-১৮ তারিখে
- ↑ "مكتبة الإمام ابن القيم العامة"।