মুহাম্মদ আবদুল মুহিত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুহাম্মদ আবদুল মুহিত একজন বাংলাদেশী কূটনীতিক। বর্তমানে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] এখানে যোগদানের আগে, তিনি হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়াতে রাষ্ট্রদূত হিসাবে সমকালীন স্বীকৃতি সহ অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিনির্মাণ কমিশনের চেয়ারম্যান এবং লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন (ইউএন উইমেন)-এর জন্য জাতিসংঘ সত্তার নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।[২]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস সম্পন্ন করেন।[৩] তিনি বিসিএস (এফএ) ক্যাডারের ১১তম ব্যাচে ১৯৯৩ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন।[৩] তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা করেন।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

মুহিত কুয়েতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব, রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, বাংলাদেশের দোহা দূতাবাসের কাউন্সেলর, নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সেলরসহ বিভিন্ন বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।[৩] তিনি ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ছিলেন। তারপর, তিনি ২০২০ সাল পর্যন্ত এস্তোনিয়া এবং আইসল্যান্ডে একযোগে স্বীকৃতি নিয়ে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Muhammad Abdul Muhith appointed Ambassador, Permanent Representative to the UN"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-২০। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০ 
  2. Correspondent, Diplomatic। "Abdul Muhith appointed as Bangladesh envoy to UN"Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০ 
  3. "New Permanent Representative of Bangladesh Presents Credentials | UN Press"press.un.org। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০ 
  4. Staff Correspondent। "Bangladesh names Muhith as new permanent representative to the UN"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০