মুর্শিদাবাদ উপনির্বাচন, ১৯৭২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র উপনির্বাচন, ১৯৭২

 
প্রার্থী মুহাম্মদ খোদা বকশ এস বদরুদ্দুজা
দল কংগ্রেস স্বতন্ত্র

১৫ মার্চ ১৯৭২ সালে লোকসভার (ভারতের সংসদের নিম্নকক্ষ) মুর্শিদাবাদ আসনের জন্য উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[১] বর্তমান সংসদ সদস্য চৌধুরী আবু তালেবের মৃত্যুর পর এ উপনির্বাচন ডাকা হয়।[২]

নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস (আই) এর মুহম্মদ খোদা বক্স জয়ী হন।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Malabasri Das (১৯৯৯)। Parliamentary Elections in West Bengal, 1952-1999। Government of West Bengal। পৃষ্ঠা 102। 
  2. Election Commission of India. Bye-election results 1952-95