মুরিলো সেরকেইরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুরিলো সেরকেইরা
২০২২ সালে পালমেইরাসের হয়ে সেরকেইরা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুরিলো সেরকেইরা পাইম
জন্ম (1997-03-27) ২৭ মার্চ ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান সাও গোনসালো দোস কাম্পোস, ব্রাজিল
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পালমেইরাস
জার্সি নম্বর ২৬
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৩১, ১১ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মুরিলো সেরকেইরা পাইম (পর্তুগিজ: Murilo Cerqueira; জন্ম: ২৭ মার্চ ১৯৯৭; মুরিলো সেরকেইরা নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ব্রাজিলীয় ক্লাব পালমেইরাসের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৬ সালে, সেরকেইরা ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মুরিলো সেরকেইরা পাইম ১৯৯৭ সালের ২৭শে মার্চ তারিখে ব্রাজিলের সাও গোনসালো দোস কাম্পোসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

সেরকেইরা ব্রাজিল অনূর্ধ্ব-২০ এবং ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর তারিখে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৮ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]