মুনি (তামিল চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুনি
পূর্ণদৈর্ঘ্য তামিল ছায়াছবি মুনি'র পোস্টার
পরিচালকরাঘব লরেন্স
প্রযোজকসরন
রচয়িতারমেশ খান্না
(Dialogues)
চিত্রনাট্যকাররাঘব লরেন্স
কাহিনিকাররাঘব লরেন্স
শ্রেষ্ঠাংশেরাঘব লরেন্স
বেদিকা কুমার
রাজকিরণ
ভিনু চক্রবর্তী
Kovai Sarala
Kadhal Dhandapani
রাহুল দেব
সুরকারOriginal songs:
Bharathwaj
Background Score:
এস. পি. ভেঙ্কটেশ
চিত্রগ্রাহকK. V. Guhan
সম্পাদকSuresh Urs
প্রযোজনা
কোম্পানি
যামিনী প্রোডাকশন
পরিবেশকযামিনী প্রোডাকশন
মুক্তি৯ মার্চ, ২০০৭
স্থিতিকাল২ ঘণ্টা ২৯ মিনিট ৩৯ সেকেন্ড
দেশভারত
ভাষাতামিল
নির্মাণব্যয় ২০ মিলিয়ন (US$ ২,৪৪,৪৬৬)
আয়১৫০ মিলিয়ন (US$ ১.৮৩ মিলিয়ন)[১][২]

মুনি ২০০৭ সালে মুক্তি পাওয়া তামিল ভাষায় নির্মিত একটি ভৌতিক ও কমেডি ধাঁচের চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অভিনেতা রাঘব লরেন্স। ভৌতিক এ ছবিটি ভারত ও ভারতের বাইরে ১৫ কোটি রূপি আয় করে। ২০০৭ সালের ৯ মার্চ তামিল ও একই সাথে অনুদিত তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পায়। পরবর্তীতে এ ছবির আরো দু'টি ধারাবাহিক তৈরি হয়। মুনি ২: কাঞ্চনা (কাঞ্চনা নামে পরিচিত) ২০১১ সালের ১৫ জুলাই এবং মুনি ৩: গঙ্গা (কাঞ্চনা ২ নামে পরিচিত) ২০১৫ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়।[১][২]

অভিনয়ে[সম্পাদনা]

  • রাঘব লরেন্স (গণেশ চরিত্রে অভিনয় করেন)
  • রাজকিরণ (মুনি'র চরিত্রে অভিনয় করেন)
  • বেদিকা কুমার (প্রিয়া গণেশের চরিত্রে অভিনয় করেন)
  • ভিনু চক্রবর্তী (গণেশের বাবার চরিত্রে অভিনয় করেন)
  • Kovai Sarala (গণেশের মায়ের ভূমিকায় অভিনয় করেন)
  • রাহুল দেব (মাস্তান ভাই; একজন খুনির ভূমিকায় অভিনয় করেন)
  • Delhi Ganesh (প্রিয়া গণেশের বাবার চরিত্রে অভিনয় করেন)
  • মীরা কৃষ্ণ (প্রিয়া গণেশের মায়ের চরিত্রে অভিনয় করেন)[১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]