মুদরিকা ইবনে ইলিয়াস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদরিকা ইবনে ইলিয়াস
مُدْرِكَة ٱبْن إِلْيَاس
পিতাইলিয়াস ইবনে মুদার

মুদরিকা ইবনে ইলিয়াস (আরবি: مُدْرِكَة ٱبْن إِلْيَاس) ছিলেন একজন বিখ্যাত আরব ব্যক্তি। তিনি ইসলামের নবী মুহাম্মাদ এর পূর্বপুরুষদের একজন। তিনি ইলিয়াস ইবনে মুদারের পুত্র এবং নবী ইসমাইল এর বংশধর ছিলেন।

ইতিহাস[সম্পাদনা]

মুহাম্মাদ ছিলেন আবদুল্লাহর সন্তান। আবদুল্লাহ ছিলেন আবদুল মুত্তালিবের (যার আরেক নাম ছিলো শায়বা) পুত্র। আবদুল মুত্তালিব ছিলেন হাশিমের (যার আরেক নাম ছিলো আমর) পুত্র। হাশিম ছিলেন আব্দ মানাফের (যার আরেক নাম ছিলো আল-মুগিরা) পুত্র। আব্দ মানাফ ছিলেন কুসাইয়ের (যার আরেক নাম ছিলো যায়েদ) পুত্র। কুসাই ছিলেন কিলাবের পুত্র, কিলাব ছিলেন মুররাহের পুত্র, মুররাহ্ ছিলেন কাবের পুত্র, কাব ছিলেন লুয়াইয়ের পুত্র, লুয়াই ছিলেন গালিবের পুত্র, গালিব ছিলেন ফিহরের পুত্র, ফিহর ছিলেন মালিকের পুত্র, মালিক ছিলেন আল-নাদরের পুত্র, আল-নাদর ছিলেন কিনানার পুত্র, কিনানা ছিলেন খুজাইমার পুত্র, খুজাইমা ছিলেন মুদরিকার (যার আরেক নাম ছিলো আমির) পুত্র, মুদরিকা ছিলেন ইলিয়াসের পুত্র, ইলিয়াস ছিলেন মুদারের পুত্র, মুদার ছিলেন নিজারের পুত্র, নিজার ছিলেন মায়াদ্দের পুত্র, মায়াদ্দ ছিলেন আদনানের পুত্র, আদনান ছিলেন উদদ (অথবা উদাদ).... ইয়ারুবের পুত্র, ইয়ারুব ছিলেন ইয়াশজুবের পুত্র, ইয়াশজুব ছিলেন কেদারের পুত্র, কেদার ছিলেন ইসমাইলের পুত্র এবং ইসমাইল ছিলেন ইব্রাহিমের পুত্র।[১]

পরিবার[সম্পাদনা]

মুদার, নিজারের পুত্র, দুই পুত্রের জনক ছিলেন: ইলিয়াস এবং আয়লান। ইলিয়াস তিন পুত্রের জনক ছিলেন: মুদরিকা, তাবিকা এবং কামা। তাদের মায়ের নাম ছিল খিনদিফ, একজন কুদায়ীত নারী। মুদরিকার নাম ছিল আমির এবং তাবিকার নাম ছিল আমর।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ibn Ishaq; Guillaume (১৯৫৫)। The Life of Muhammad: A Translation of Ibn Isḥāq's sīrat। London। পৃষ্ঠা 3। আইএসবিএন 0195778286The Paternal Ancestral Lineage of Prophet Muhammad 
  2. Ibn Ishaq; Guillaume (১৯৫৫)। The Life of Muhammad: A Translation of Ibn Isḥāq's sīrat। London। পৃষ্ঠা 35। আইএসবিএন 0195778286How 'Amir became Mudrikah