মুজিব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুজিব নামে পরিচিত বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য, শেখ মুজিবুর রহমান দেখুন।

মুজিব (مجيب) হল আল্লাহর নামসমূহের মধ্যে একটি, যার অর্থ হল উত্তরদাতা বা সাড়াদানকারী। এটি আব্দুল মুজিব (উত্তরদাতার দাস) আকারে ব্যক্তিগত নাম হিসেবেও ব্যবহৃত হয়।

কুরআনে[সম্পাদনা]

  • কুরআনে সূরা হূদের ৬১ নম্বর আয়াতে শব্দটি একবার উল্লেখ করা হয়েছে।:
মূল লেখা অনুবাদ
۞ وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا ۚ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ هُوَ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا فَاسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوا إِلَيْهِ ۚ إِنَّ رَبِّي قَرِيبٌ مُجِيبٌ আর সামূদের কাছে আমরা তাদের ভাই সালিহকে পাঠিয়েছিলাম। সে বললো, "হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত কর। তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতে স্থির করেছেন, সুতরাং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তারপর তওবা করো। নিশ্চয় আমার পালনকর্তা নিকটবর্তী এবং সাড়াদানকারী ।"