মুক্ত মূলক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(১-মিথাইলসাইক্লোপ্রোপাইল)মিথাইল মুক্ত মূলক

রসায়নে একটি মুক্ত মূলক (রেডিক্যাল বা ফ্রি রেডিক্যাল) হলো এক বা একাধিক অবন্ধনযুক্ত (বেজোড়) ইলেকট্রনবিশিষ্ট অণু, পরমাণু বা আয়ন যা স্বাধীনভাবে বিরাজ করে।

কিছু ব্যতিক্রমগুলির সাথে, এই অপ্রচলিত ইলেকট্রনগুলি অন্যান্য পদার্থের প্রতি অত্যন্ত রাসায়নিকভাবে প্রতিক্রিয়াশীল, অথবা এমনকি নিজেদের প্রতি ফ্রি রেডিকেলগুলি তৈরি করে: যদি তারা একে অপরের সাথে যোগাযোগ করে থাকে তবে তাদের অণুগুলি প্রায়ই স্বতঃস্ফূর্তভাবে হ্রাস পাবে বা পলিমারাইজ করবে। বেশিরভাগ রেডিকেলগুলি অকার্যকর মিডিয়াতে বা ভ্যাকুয়ামে খুব কম ঘনত্বের ক্ষেত্রেই স্থিতিশীল।

তথ্যসূত্র[সম্পাদনা]