স্টেরিক প্রভাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রসায়নে স্টেরিক প্রভাব বা স্থানাভাবজনিত প্রভাব বা স্থানাভাবজনিত বাধা হল কোনো অণুতে পরমাণুর অবস্থান জনিত সৃষ্ট বাধা যা মূলত পরমাণুর শূন্যে অবস্থানের জন্য সৃষ্টি হয়। পরমাণুরা কাছাকাছি চলে এলে শক্তি বৃদ্ধি পায় যা স্থিতিশীলতাকে বিনষ্ট করে। তখন স্টেরিক প্রভাবের ফলে অণুর গঠনে পরিবর্তন আসে ও অণুটি সুস্থিত হয়। এটি অণুর সাথে অন্য অণুর বিক্রিয়া করাতে সাহায্য করতেও পারে নাও করতে পারে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]