মুক্তেশ্বরী ডিগ্রী কলেজ, মনিরামপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনিরামপুর ডিগ্রী কলেজ
স্থাপিত১৯৮৪; ৪০ বছর আগে (1984)

মনিরামপুর ডিগ্রী কলেজ যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

মনিরামপুর ডিগ্রী কলেজ যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচবাড়ীয়া গ্রামে অবস্থিত। এই কলেজটি ৩ একর ৮০ শতক জমির উপর নির্মিত হয়। কলেজটি মুক্তিশ্বরী নদীর তীরে অবস্থিত। শিক্ষকবৃন্দের নেতৃত্বে ১৯৮৪ সালে কলেজটি তৈরি হয়। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যেমন- তারুক মল্লিক, রণজিত মল্লিক ও জীবন বিশ্বাস প্রমুখ কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন।

ফলাফল[সম্পাদনা]

প্রতিবছর উপর্যুক্ত কলেজ থেকে কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়ে থাকে। ২০০৮ সালে কলেজটি ফলাফল তালিকায় যশোর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করে।

পুরস্কার[সম্পাদনা]

যশোরে শিক্ষা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় যশোর শিক্ষা বোর্ড কর্তৃক পুরস্কার হিসেবে কয়েকটি কম্পিউটার প্রদান করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Makar, A. B.; McMartin, K. E.; Palese, M.; Tephly, T. R. (জুন ১৯৭৫)। "Formate assay in body fluids: application in methanol poisoning"Biochemical Medicine13 (2): 117–126। আইএসএসএন 0006-2944ডিওআই:10.1016/0006-2944(75)90147-7পিএমআইডি 1 
  2. "মণিরামপুর উপজেলা"manirampur.jessore.gov.bd। ২০২০-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩