মীর হুমায়ুন জাহ বাহাদুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মীর হুমায়ুন জাহ বাহাদুর সিআইই একজন ভারতীয় রাজ-কর্মচারী, রাজনীতিবিদ, ব্রহ্মজ্ঞানী ব্যক্তি ও ভারতীয় স্বাধীনতা কর্মী, যিনি একজন নন-অফিশিয়াল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মাদ্রাজ আইন পরিষদে ১৮৬৬ থেকে ১৮৯২ পর্যন্ত [১] এবং একটি অ-সরকারী সদস্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ১৮৯৩ থেকে।

তাঁর পুত্র নবাব সৈয়দ মুহাম্মদ বাহাদুর ১৯১ 19 সালে করাচিতে ইন্ডিয়ান জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। [২]

হুমায়ুন জাহ বাহাদুর টিপু সুলতানের বংশধর ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. K. C. Markandan (১৯৬৪)। Madras Legislative Council; Its constitution and working between 1861 and 1909। S. Chand & CO। পৃষ্ঠা 148–188। 
  2. Rafiq Zakakria, Indian National Congress, 100 glorious years: Indian National Congress, 1885-1985 (1985), p. 209