মীর আহমদ বিন কাসেম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মীর আহমেদ বিন কাসেম
জন্ম
ঢাকা
অন্যান্য নামআরমান
পেশাব্যারিস্টার
পরিচিতির কারণবাংলাদেশে গুম/ অপহরণের শিকার

মীর আহমদ বিন কাসেম, যিনি আরমান নামেও পরিচিত, একজন বাংলাদেশী ব্যারিস্টার এবং মানবাধিকার কর্মী, যিনি বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে বলপূর্বক গুমের শিকার। মীর আহমেদ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত-ই-ইসলামীর বিশিষ্ট নেতা প্রয়াত মীর কাসেম আলীর ছেলে এবং অপহরণের পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন। [১] [২] [৩]

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

মীর আহমদের ঢাকার মিরপুরে জন্মগ্রহন করেন। দুই ভাই তিন বোনের মাঝে তিনি তৃতীয়।

মীর আহমদে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে ও-লেভেল এবং এ-লেভেল পাশ করেন।[৪] পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং ২০০৭ সালে যুক্তরাজ্যের বিখ্যাত লিনকন ইন থেকে বার-এট-ল সম্পন্ন করেন। এর পর বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ডাক পেয়ে ব্যারিস্টার উপাধি অর্জন করেন । [৫] [৬]

অপহরণ[সম্পাদনা]

মীর আহমেদের স্ত্রী তাহমিনা আখতারের বরাত দিয়ে মঙ্গলবার, ১০ আগস্ট, ২০১৬, রাত পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোন ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।[৭][৪]

মানবাধিকার সংস্থার বিবৃতি[সম্পাদনা]

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তার অপহরণের বিষয়ে রিপোর্ট এবং তার মুক্তির আহ্বান জানানো হয়েছে। [২][৩]

আগস্টে ২০২১ এ প্রকাশিত ৫৭ পৃষ্টার এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে বলপূর্বক গুমের শিকার হওয়া ৮৬ জনের মধ্যে মীর আহমেদের নাম উল্লেখ করেছেন। [৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Third Anniversary of Mir Ahmad bin Quasem's Abduction"Free Arman - Ahmad Bin Quasem (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  2. "Bangladesh: Halt imminent execution of Mir Quasem Ali after unfair trial"Amnesty International Australia (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৮-৩০। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  3. "Bangladesh: Man Released From Long Secret Detention"Human Rights Watch (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-০২। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  4. "ফিরে আসুক আরমান – বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৯ 
  5. "Barrister abducted without trace for two years"Counsel Magazine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২০ 
  6. "Mir Ahmad Bin Quasem Profile"Linkedin 
  7. প্রতিবেদক, জ্যেষ্ঠ। "মীর কাসেমের ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ"bdnews24। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৯ 
  8. "Bangladesh: 86 Victims of Enforced Disappearance Still Missing; UN Should Ban Death Squad from Peacekeeping Missions"। Human Rights Watch। ১৬ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১