মীনা কুমারী (ভারোত্তোলক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মীনা কুমারী
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাভারতীয়
জন্ম (1989-08-15) ১৫ আগস্ট ১৯৮৯ (বয়স ৩৪)
পাঞ্জাব, ভারত
উচ্চতা১.৬০ মি (৫ ফু ৩ ইঞ্চি) (২০১৪)
ওজন৫৮ কেজি (১২৮ পা) (২০১৪)
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াভারোত্তোলন
বিভাগ৫৮ কেজি
সাফল্য ও খেতাব
সর্বোচ্চ স্থানস্ন্যাচ ৯০ কেজি ক্লিন অ্যান্ড জার্ক ১২৫ কেজি

মীনা কুমারী (জন্ম ১৫ই আগস্ট ১৯৮৯) হলেন একজন ভারতীয় ভারোত্তোলক এবং পুলিশ আধিকারিক। তিনি গ্লাসগোতে ২০১৪ কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৮ কেজি ওজন বিভাগে পঞ্চম স্থান পেয়েছিলেন।[১][২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

পুলিশ সার্ভিস[সম্পাদনা]

কলেজে পড়ার পর কুমারী কনস্টেবল হিসেবে পাঞ্জাব পুলিশে যোগ দেন।[৪] ২০১৬ সাল নাগাদ, তিনি একজন সহকারী সাব-ইন্সপেক্টর হয়েছিলেন।[৫]

ক্রীড়া জীবন[সম্পাদনা]

কুমারী আগে একজন পর্বতারোহী এবং স্কাইডাইভার ছিলেন। তিনি ২০০৭ - ০৮ সালের জাতীয় ক্যাডেট কর্পস দ্বারা এভারেস্ট অভিযানের জন্য নির্বাচিত হন, যদিও শেষ পর্যন্ত তিনি অংশগ্রহণ করেননি।[৪]

২০০৮ সালে, কলেজে ভর্তি হবার সময়, কুমারী ভারোত্তোলন শুরু করেন নিজের মামার অনুপ্রেরণায়। তাঁর মামা নিজেও অংশগ্রহণ করেছিলেন। পুলিশে যোগদানের পর তাঁকে পুলিশ ভারোত্তোলক সরঞ্জিত কুন্দন প্রশিক্ষণ দিয়েছিলেন এবং বিধায়ক পবন কুমার টিনু সহায়তা করেছিলেন। তিনি ২০১৩ সালের ডিসেম্বরে অল-ইন্ডিয়া পুলিশ গেমসে, ৬৩ কেজি বিভাগে মহিলাদের ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছিলেন। এই গেমগুলিতে এটি ছিল তাঁর টানা তৃতীয় স্বর্ণপদক। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি ১১০ কেজি তুলেছিলেন। এটি তাঁর আগের বছরের ৫৮ কেজি বিভাগে স্বর্ণপদক পাওয়া ভারোত্তলনের চেয়ে দু কেজি বেশি।[৪]

২০১৪ সালের জুলাই মাসে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে, কুমারী ৫৮ কেজি বিভাগে পঞ্চম স্থানে ছিলেন, তিনি মোট ১৯৪ কেজি উত্তোলন করেছিলেন,[৬] ৮৩ কেজি স্ন্যাচ বিভাগে এবং ১১১ কেজি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে।[৭]

২০১৬ সালের মে মাসে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে, কুমারী ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণে এবং কমনওয়েলথ গেমসে অনির্দিষ্ট অভিযোগের আচরণের জন্য ২০১৪ সালের নভেম্বরে আরোপিত তিন বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সফলভাবে আবেদন করেন, পরে তিনি নির্দোষী প্রমাণিত হন এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।[৫]

২০১৭ সালে, কুমারী কেরালায় সিনিয়র ন্যাশনাল পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন এবং ডেডলিফ্টে রৌপ্য পদক ও স্কোয়াটে ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি ৬৩ কেজি বিভাগে তৃতীয় হন।[৮]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

কুমারী পাঞ্জাবের আদমপুরের জাট্টেওয়ালি গ্রামের বাসিন্দা। সেখানে তাঁর বাবা পেশায় একজন দর্জি। তাঁর তিন বড় ভাই আছেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Profile at 2014 CWG official website"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪ 
  2. "Results of 58 kg weightlifting in 2014 CWG"। ২৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪ 
  3. "Meena Kumari the Indian weightlifter comes 5th in women's 58 kg misses bronze at 2014 Commonwealth Games"। News Wala। ২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪ 
  4. Bhalla, Sanjeev (১৯ ডিসেম্বর ২০১৩)। "Thrilled by the weight of expectations"Hindustan Times 
  5. Sharma, Surender (২০ মে ২০১৬)। "HC sets aside three-year ban on Punjab weightlifter"Hindustan Times 
  6. "Indian lifter Meena Kumar stands 5th in women's 58 kg bronze at CWG 2014"Indo-Asian News Service। ৫ আগস্ট ২০১৪। 
  7. "Weightlifting: Women's 58kg results"BBC Sport। ২৬ জুলাই ২০১৪। 
  8. "Punjab cops notch 57 medals in Police Games"The Tribune। ২৬ আগস্ট ২০১৭। 

বহিঃসংযোগ[সম্পাদনা]