মিস্টার গে ইন্ডিয়া
গঠিত | ২০০৮ |
---|---|
ধরন | সৌন্দর্য প্রতিযোগিতা |
সদরদপ্তর | মুম্বাই |
অবস্থান | |
সদস্যপদ | মিস্টার গে ওয়ার্ল্ড মিস্টার গে ইন্টারন্যাশনাল |
দাপ্তরিক ভাষা | হিন্দি, ইংরেজি |
জাতীয় পরিচালক | সুশান্ত দিভগিকর |
মূল ব্যক্তিত্ব | সংকেত সেভেরোনিক, দর্শিল শ |
ওয়েবসাইট | mrgayworldindiaofficial |
মিস্টার গে ওয়ার্ল্ড ইন্ডিয়া হল একটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা যা বিশ্বব্যাপী বিশেষ করে বার্ষিক মিস্টার গে ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি নির্বাচন করে। [১] সংস্থাটির জাতীয় পরিচালক এবং প্রযোজক ২০১৪ সালের বিজয়ী সুশান্ত দিভগিকার। [২] সহকারী ব্যবস্থাপকরা হলেন সংগঠনের সংকেত সেভেরোনিক এবং দর্শিল।
জনপ্রিয় মডেল এবং রিয়েলিটি তারকা সুশান্ত দিভগিকার [২] ২০১৪ সালে প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর অনুষ্ঠানটি মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে। পরবর্তীকালে, যে প্রতিযোগিতাটি প্রথমে অনিয়মিত ছিল তা এখন প্রতি বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়। [৩]
ইতিহাস
[সম্পাদনা]জোলতান পরাগ মিস্টার গে ইন্ডিয়ার প্রথম বিজয়ী ছিলেন তিনি ২০০৮ সালে আন্তর্জাতিক মিস্টার গে প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।
২০১৩ সালে মিস্টার গে ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মুম্বাইয়ের নোলান লুইস শীর্ষ ১০ এ জায়গা করে নেওয়ার পরেই মিস্টার গে ইন্ডিয়া অসাধারণ জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। [৪] তিনি পরবর্তী বিজয়ী সুশান্ত দিভগিকারের জন্য পথ প্রশস্ত করেছিলেন, যিনি রোমে ২০১৪ সালে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mumbai model to represent India at Mr Gay World"। mid-day.com। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ "Who's cheering for our Gay Beauty Kings?"। mid-day.com। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Mumbai's Darshan Mandhana to represent India at Mr Gay World 2017"। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।
- ↑ "Nolan Lews is India's first Mr Gay World finalist"। vogue.in। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মিস্টারগেওয়ার্ল্ডইন্ডিয়াঅফিসিয়াল.ইন (অফিসিয়াল ওয়েবসাইট) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে
- ফেসবুকে মিস্টার গে ইন্ডিয়া