বিষয়বস্তুতে চলুন

মিস্টার গে ইন্ডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিস্টার গে ওয়ার্ল্ড ইন্ডিয়া
গঠিত২০০৮
ধরনসৌন্দর্য প্রতিযোগিতা
সদরদপ্তরমুম্বাই
অবস্থান
সদস্যপদ
মিস্টার গে ওয়ার্ল্ড
মিস্টার গে ইন্টারন্যাশনাল
দাপ্তরিক ভাষা
হিন্দি, ইংরেজি
জাতীয় পরিচালক
সুশান্ত দিভগিকর
মূল ব্যক্তিত্ব
সংকেত সেভেরোনিক, দর্শিল শ
ওয়েবসাইটmrgayworldindiaofficial.in

মিস্টার গে ওয়ার্ল্ড ইন্ডিয়া হল একটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা যা বিশ্বব্যাপী বিশেষ করে বার্ষিক মিস্টার গে ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি নির্বাচন করে। [] সংস্থাটির জাতীয় পরিচালক এবং প্রযোজক ২০১৪ সালের বিজয়ী সুশান্ত দিভগিকার। [] সহকারী ব্যবস্থাপকরা হলেন সংগঠনের সংকেত সেভেরোনিক এবং দর্শিল।

জনপ্রিয় মডেল এবং রিয়েলিটি তারকা সুশান্ত দিভগিকার [] ২০১৪ সালে প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর অনুষ্ঠানটি মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে। পরবর্তীকালে, যে প্রতিযোগিতাটি প্রথমে অনিয়মিত ছিল তা এখন প্রতি বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়। []

ইতিহাস

[সম্পাদনা]

জোলতান পরাগ মিস্টার গে ইন্ডিয়ার প্রথম বিজয়ী ছিলেন তিনি ২০০৮ সালে আন্তর্জাতিক মিস্টার গে প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।

২০১৩ সালে মিস্টার গে ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মুম্বাইয়ের নোলান লুইস শীর্ষ ১০ এ জায়গা করে নেওয়ার পরেই মিস্টার গে ইন্ডিয়া অসাধারণ জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। [] তিনি পরবর্তী বিজয়ী সুশান্ত দিভগিকারের জন্য পথ প্রশস্ত করেছিলেন, যিনি রোমে ২০১৪ সালে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mumbai model to represent India at Mr Gay World"mid-day.com। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৪ 
  2. "Who's cheering for our Gay Beauty Kings?"mid-day.com। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. "Mumbai's Darshan Mandhana to represent India at Mr Gay World 2017"। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭ 
  4. "Nolan Lews is India's first Mr Gay World finalist"vogue.in। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]