বিষয়বস্তুতে চলুন

মিলানকোভিচ চক্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মিলানকোভিচ চক্র জলবায়ুর উপর পৃথিবীর গতিবিধির পরিবর্তনের সম্মিলিত প্রভাব বর্ণনা করে। শব্দটি সার্বিয়ান ভূ-পদার্থবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী মিলুতিন মিলানকোভিচের নামে নামকরণ করা হয়েছিল। 1920-এর দশকে, তিনি অনুমান করেছিলেন যে কক্ষীয় উৎকেন্দ্রিকতা, আক্ষিক আনতি এবং অগ্রসরতার বৈচিত্র্যের ফলে পৃথিবীর আন্তঃ-বার্ষিক এবং আক্ষিক দিক থেকে সৌরবিকিরণ বন্টনে পরিবর্তন ঘটে এবং এই আক্ষিক জোর পৃথিবীর জলবায়ুকে দৃঢ়ভাবে প্রভাবিত করে। [] []

ভি.এস.ও.পি থেকে সংগৃহীত অতীত ও ভবিষ্যৎ মিলানকোভিচ চক্র
•পাঁচটি কাক্ষিক এককের পরিবর্তন:
      আক্ষিক আনতি(ɛ)
      উৎকেন্দ্রিকতা(e)
      অনুসৌরিক দ্রাঘিমাংশ (sin(ϖ))
      অগ্রগতি সূচক (e sin(ϖ))
•অগ্রগতি সূচক এবং দ্রাঘিমাংশ প্রতি সৌরবিকিরণ-এর তীর্যকতা:
      উত্তরায়ণের() সময় ৬৫°উঃ তে দিনপ্রতি বায়ুমণ্ডলের উর্ধ্বাংশে সৌর বিকিরণ
•সমুদ্র পলল এবং আন্টার্কটিকা বরফ স্তর থেকে প্রাপ্ত প্রমাণ দ্বারা নির্ণিত প্রাচীন সমুদ্র ও তাপমাত্রা:
      বেন্থিক ফোরাম(৭৫টি বিস্তৃত অঞ্চলে)
      ভস্তক তুহীন কেন্দ্র (আন্টার্কটিকা)
•উলম্ব ধূসর রেখা বর্তমান সময়ের (২০০০ CE) নির্দেশক

19 শতকে জোসেফ অ্যাডেমার, জেমস ক্রোল এবং অন্যান্যরা অনুরূপ অনুমানগুলি করেছিলেন ৷ কিন্তু সেই সময় তা যাচাই করা কঠিন ছিল কারণ তখন কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছিল না, এমনকি এটিও অস্পষ্ট ছিল যে কোন উপাদান গুলি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।

সাম্প্রতিক বছরগুলিতে, পৃথিবীর উপাদানগুলি যা সহস্রাব্দ ধরে অপরিবর্তিত রয়েছে ( বরফ, শিলা এবং গভীর সমুদ্রের পলল কেন্দ্রের মাধ্যমে প্রাপ্ত) যা পৃথিবীর জলবায়ুর ইতিহাস নির্দেশ করার জন্য অধ্যয়ন করা হচ্ছে ৷ যদিও মিলানকোভিচ অনুমানের সাথে ব্যাপকভাবে সামঞ্জস্যপূর্ণ, কিছু নির্দিষ্ট পর্যবেক্ষণ অনুমান এর দ্বারা ব্যাখ্যা করা যায় না।

পৃথিবীর গতিবিধি

[সম্পাদনা]

পৃথিবীর অক্ষের চর্তুরপার্শ্বে তার আহ্নিক গতিসূর্যের চারপাশে তার বার্ষিক গতীয় যে কক্ষপথ তার পরিবর্তন লক্ষ্নীয়৷ এর মূল কারণ হল অন্যান্য গ্রহের সঙ্গে পৃথবীর অভিকর্ষজ সম্পর্ক৷ পথের এই বিচ্যুতি বিভিন্ন হলেও বেশ কিছু আকৃতিই প্রধান।[]

গোলাকার কক্ষপথ, উৎকেন্দ্রিকতা শূণ্য৷
0.5 উৎকেন্দ্রিকতা যুক্ত কক্ষপথ, সুবিধার জন্য অতিরঞ্জিত৷

পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার থেকে সামান্য উপবৃত্তাকারের মধ্যে পরিবর্তিত হতে থাকে।

কাক্ষিক উৎকেন্দ্রিকতা

[সম্পাদনা]

আক্ষিক আনতি

[সম্পাদনা]

আক্ষিক অয়নচলন

[সম্পাদনা]

অপদৌরিক অয়নচলন

[সম্পাদনা]

কাক্ষিক নতি

[সম্পাদনা]

তত্ত্বের সীমাবদ্ধতা

[সম্পাদনা]

বর্তমান ও ভবিষ্যৎ শর্তাবলী

[সম্পাদনা]

অন্যান্য মহাজাগতিক বস্তু

[সম্পাদনা]

বিবলিওগ্রাফি

[সম্পাদনা]

বহিরাগত সংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Kerr, Richard A. (জুলাই ১৪, ১৯৭৮)। "Climate Control: How Large a Role for Orbital Variations?": 144–146। জেস্টোর 1746691ডিওআই:10.1126/science.201.4351.144পিএমআইডি 17801827। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০২২ 
  2. Buis, Alan (ফেব্রুয়ারি ২৭, ২০২০)। "Why Milankovitch (Orbital) Cycles Can't Explain Earth's Current Warming"। NASA। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০২২ 
  3. Girkin AM (২০০৫)। A Computational Study on the Evolution of the Dynamics of the Obliquity of the Earth (গবেষণাপত্র)। Miami University। সেপ্টেম্বর ৩০, ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।