মিনিয়েচার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিনিয়েচার পেইন্টিং

মিনিয়েচার পেইন্টিং (ইংরেজি: Miniature painting) শব্দের আক্ষরিক অর্থ ক্ষুদ্র চিত্র বা অনুচিত্র। মিনিয়েচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ miniāre (to colour red) থেকে যার অর্থ লাল মেঠো সিঁদুর। মধ্য যুগে ইউরোপের লাল মেঠো সিঁদুর দিয়ে পুস্তক বা পুঁথি চিত্র প্রচলন ছিল এভাবে হাতে লেখা পুস্তক বা পুথির অভ্যান্তরে স্বপাল পরিসরে যে ক্ষুদ্র আকৃতির চিত্র বা অনুকৃতি করা হত সেটি মিনিয়েচার পেইন্টিং নামে পরিচিত। ভারত বর্ষে মুঘল আমলের অনেক বিখ্যাত মিনিয়েচার চিত্র অঙ্কিত হয়েছে।