মিজাবে রহমত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মিজাবে রহমত হচ্ছে মুসলমানদের [দুনিয়ায় আল্লাহর পবিত্র ঘরের একটি অংশ ,পবিত্র কাবা ঘর মুসলিম মিল্লাতের সিজদাহ্ স্হল]] কাবা শরিফের উত্তর পার্শ্বের দেওয়াল হাতিম বরাবর অবস্থিত আরেকটি দেওয়াল। এই দুই দেয়ালের মধ্যবর্তী স্হানে কাবা ঘরের ছাদের পানি পরে।উক্ত দুই দেওয়ালের মধ্যবর্তী স্হানে প্রবেশ করা ও নামায পড়ার ঠিক তেমনই ছওয়াব যেমনটি কাবা ঘরের ভিতরে ইবাদত করার ও প্রবেশ করার।একে হাতীম এবং হিজর বলা হয়।

নামকরণ[সম্পাদনা]

বৃষ্টির সময় এই পরনালা দিয়েই কাবা ঘরের ছাদের পানি নিচে নেমে আসে বলে এর নাম মিজাবে রহমত।

ধর্মীয় বিশ্বাস[সম্পাদনা]

ইসলাম ধর্মমতে, মিজাবে রহমতের নিচে নামাজ পড়ে কোন দোয়া করলে তা কবুল হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পুণ্যময় হজ"প্রথম আলো, ১১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ প্রকাশিত সংখ্যা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৫