মিজানুর রহমান খান (সামরিক কর্মকর্তা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেজর জেনারেল

মিজানুর রহমান খান
ডাকনামমিজান
জন্ম(১৯৬৫-০১-১৫)১৫ জানুয়ারি ১৯৬৫
ঢাকা
সেবা/শাখাবাংলাদেশ সেনাবাহিনী
কার্যকাল৩২ বছর
পদমর্যাদা মেজর জেনারেল
ইউনিট
নেতৃত্বসমূহবাংলাদেশ আনসারগ্রাম প্রতিরক্ষা বাহিনী

মিজানুর রহমান খান বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক মেজর জেনারেল। তিনি বাংলাদেশের আধাসামরিক বাহিনী বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।

জন্মস্থান[সম্পাদনা]

মেজর জেনারেল মিজান ১৯৬৫ সালের ১৫ জানুয়ারি তারিখে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

১৯৮৫ সালের ১৯ মে তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ইস্ট বেংগল রেজিমেন্টে তিনি কমিশন লাভ করেন। তিনি পাকিস্তানের কোয়েটা থেকে ব্যাটালিয়ন কমান্ডার কোর্স-৪৮ এবং অস্ট্রেলিয়ায় এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ৩, ১১ ও ২০ ইস্ট বেংগলে নিয়োগ দায়িত্ব পালন করেন, তিনি একইসাথে সদর দপ্তর ৬৬ পদাতিক ডিভিশন, ৫২, ৮১ ও ২০৩ পদাতিক ব্রিগেডে গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩ স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিট অধিনায়ক হিসেবে ৩ ই বেংগল এবং কমান্ডার হিসেবে ৮৮ পদাতিক ব্রিগেড এবং ৫২ পদাতিক ব্রিগেড কমান্ড করেন। মেজর জেনারেল মিজান ২০১৩ সালের ০৮ আগস্ট তারিখে মেজর জেনারেল পদবিতে পদোন্নতি লাভ করেন এবং লজিস্টিকস্ এরিয়ার এরিয়া কমান্ডার হিসেবে যোগদান করেন।[১][২][৩] তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) এ প্রেষণে নিয়োজিত থাকা অবস্থায় একটি ইউনিটে অধিনায়ক এবং পরবর্তীতে র‌্যাবের অপারেশন উইংয়ের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন।[৪] তিনি জাতিসংঘ মিশনে প্রথমবার কম্বোডিয়ায় বাংলাদেশ ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার এবং পরবর্তীতে লাইবেরিয়ায় ব্যানব্যাট-১৮ এর কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এর সাবেক চেয়ারম্যান।[৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ALERT, SECURITY Eerie experience for school-goers"thedailystar.net। The Daily Star। ৮ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  2. "Ansar camp attacked"thedailystar.net। The Daily Star। ১৪ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  3. "'Peaceful polls without army deployment'"bdnews24.com। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  4. "European Union:"www.extrajudicialkilling.info। ২০১৭-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২৫ 
  5. "Ansar-VDP Bank inaugurates online banking | TRADE & MARKET | The financial express"print.thefinancialexpress-bd.com। ৯ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬ 
  6. "Bangladesh Ansar and VDP"। ২০১৭-০২-২৫। Archived from the original on ২০১৭-০২-২৫। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২৫