মালেকা পারভীন বানু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালেকা পারভীন বানু
জন্ম১৯২৯
মৃত্যু১৬ মার্চ ২০২০
জাতীয়তাবাংলাদেশী
পেশাগায়িকা
পরিচিতির কারণরেডিও পাকিস্তানের প্রথম মুসলিম নারী শিল্পী
দাম্পত্য সঙ্গীড. লতিফুর রহমান

মালেকা পারভীন বানু (১৯২৯আনু. - ১৬ মার্চ ২০২০) একজন বাংলাদেশি গায়িকা ছিলেন। তিনি ঢাকায় অবস্থিত রেডিও পাকিস্তানের প্রথম মুসলিম নারী শিল্পী হিসেবে পরিচিত। ১৯২৯ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা এস এম তাইফুর ও মাতা ছিলেন সারা তাইফুর। পরিবারের সবা ছোট মালেকা পারভীন দাম্পত্য জীবনে তিনি ড. লতিফুর রহমানের স্ত্রী ছিলেন।[১]

মৃত্যু[সম্পাদনা]

মালেকা পারভীন বানু ২০২০ সালের ১৬ মার্চ ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। ১৭ মার্চ গুলশান আজাদ মসজিদে জানাযা শেষে তাকে পুরান ঢাকার সিদ্দিক বাজারে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।[২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সঙ্গীতজ্ঞ মালেকা পারভীন বানু আর নেই | banglatribune.com"Bangla Tribune। ২০২০-০৩-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৬ 
  2. "মালেকা পারভীন বানু আর নেই | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৬