মালবিকা নায়ার (মালয়ালম অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মালবিকা নায়ার
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৬ – বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
করুথা পক্ষীকাল
ওমাক্কুইল পদুম্বল
পুরস্কারশ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার

মালবিকা নায়ার (ইংরেজি: Malavika Nair) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

মালবিকা মালয়ালম টেলিভিশন ধারাবাহিকে শিশু অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। প্রখ্যাত মালয়ালম চলচ্চিত্র পরিচালক কামাল তখন তাকে তার চলচ্চিত্র করুথা পক্ষীকাল-এ অভিনয়ের প্রশংসা করেন, যেখানে তিনি একটি দরিদ্র অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি অন্যান্য মালয়ালম চলচ্চিত্রেও অভিনয় করেছেন – ইয়েস ইওর অনার, মায়া বাজার, ওরক্কুকা ভাল্লাপ্পোঝুম,[২] শিক্কর, পেনপাত্তনম, কান্দাহার, লিটল মাস্টার, ভাধ্যার, দ্য রিপোর্টার, ওমাক্কুইল পদুম্বল, নটি প্রফেসর এবং ইথ্রা মাথ্রাম, ওহারাম এবং ওমেগা.এক্স[৩]

পুরস্কার[সম্পাদনা]

মালবিকা করুথা পক্ষীকাল চলচ্চিত্রে একজন দরিদ্র অন্ধ মেয়ে মল্লির চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে প্রথমবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৪] ওমাক্কুইল পদুম্বল-এ রীমা চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে দ্বিতীয়বার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৫]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

শিরোনাম ভূমিকা ভাষা বছর সূত্র
করুথা পক্ষীকাল মল্লি মালয়ালম ২০০৬
ইয়েস ইয়োর অনার রবিশঙ্করের মেয়ে মালয়ালম ২০০৬
মায়া বাজার রমেশানের মেয়ে মালয়ালম ২০০৮
ওরক্কুকা ভাল্লাপ্পোঝুম পারু মালয়ালম ২০০৯
শিক্কর সত্যনের মেয়ে মালয়ালম ২০১০
পেনপত্তনম গিরিজার মেয়ে মালয়ালম ২০১০
কান্দাহার ছাত্রী মালয়ালম ২০১০
ওমাক্কুইল পদুম্বল রীমা মালয়ালম ২০১২
নটি প্রফেসর কার্তিকার মেয়ে মালয়ালম ২০১২
ইথ্রা মাথ্রাম অনসূয়া মালয়ালম ২০১২
ভাধ্যার রেশ্মি মালয়ালম ২০১২
লিটল মাস্টার মালয়ালম ২০১২
পঙ্কায়ম অঞ্জলির মেয়ে মালয়ালম ২০১২
ওমেগা.এক্স মালয়ালম ২০১৩
দ্য রিপোর্টার ইবির বোন মালয়ালম ২০১৫
আক্কালদামেইলে পেন্নু মারিয়াকুট্টি মালয়ালম ২০১৫
দফাদার আমি মালয়ালম ২০১৬
জর্জেটান'স পুরাম ভাভার স্ত্রী মালয়ালম ২০১৭
ভ্রামাম বৃন্দা মালয়ালম ২০২১

টেলিভিশন[সম্পাদনা]

বছর ধারাবাহিক চ্যানেল মন্তব্য
২০০৩ সহধর্মিনী এশিয়ানেট অভিনয়ে অভিষেক
২০০৫ কৃষ্ণকৃপা সাগরম অমৃতা টিভি রাধা হিসেবে
২০০৭ শ্রীগুরুবায়ুরাপ্পন সূর্য টিভি
২০০৭ এন্তে মনসাপুত্রী এশিয়ানেট
২০০৮ শ্রীকৃষ্ণলীলা এশিয়ানেট
২০০৯ দেবীমাহাত্ম্যম এশিয়ানেট প্রভু মুরুগা হিসেবে
২০১০ কুঞ্জলি মারাক্কর এশিয়ানেট দেবোত্তী হিসেবে
২০১৬ স্মার্ট শো ফ্লাওয়ার্স টিভি অংশগ্রহণকারী হিসেবে
২০১৭ ভাচাকাভুম পাচাকাভুম কৈরালী টিভি উপস্থাপক হিসেবে
২০১৭ কাট্টুরুম্বু ফ্লাওয়ার্স টিভি পরামর্শদাতা হিসেবে
২০১৭ যুবা ফিল্ম অ্যাওয়ার্ডস এশিয়ানেট নৃত্যশিল্পী হিসেবে
২০১৮ এম্মিনি বাল্যা ফ্যান অমৃতা টিভি বিচারক হিসেবে
২০১৮-২০১৯ ডান্স কেরালা ডান্স জি কেরালাম পরামর্শদাতা হিসেবে
২০১৯ নিউ ইয়ার প্রোমো কৌমুদী টিভি নিজেকে হিসেবে
২০২০ পরায়ম নেদাম অমৃতা টিভি প্রতিযোগী হিসেবে
২০২১ সুপার ৪ জুনিয়র মাজহাবিল মনোরমা সেলিব্রেটি অতিথি হিসেবে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Best child artiste Malavika Nair has big plans"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০ 
  2. "Cast"। sohanlal.com। 
  3. "Review"। nowrunning.com। ১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২২ 
  4. "Small wonder on the big screen"The Hindu (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০০৭। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০ 
  5. PTI (২০ জুলাই ২০১২)। "Siddique 'happy' and 'sad' with Kerala state awards"। NDTV। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]