মার্তা স্তেপিয়েন
মার্তা স্তেপিয়েন | |
---|---|
জন্ম | মার্তা মাগদালেনা স্তেপিয়েন ১১ মার্চ ১৯৯৪ |
আদি নিবাস | উইন্ডসর, অন্টারিও, কানাডা |
উচ্চতা | ৫ ফু ১০ ইঞ্চি (১৭৮ সেমি) |
উপাধি | মিস ইউনিভার্স কানাডা ২০১৮ |
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
চুলের রং | গাঢ় ব্লন্ড |
চোখের রং | হালকা বাদামি |
প্রধান প্রতিযোগিতা | মিস ইউনিভার্স কানাডা ২০১৭ (প্রথম রানার আপ) মিস ইন্টারন্যাশনাল ২০১৭ রেইনাদো ইন্টারন্যাসিওনাল ডেল ক্যাফে ২০১৮ (ভিরেইনা) মিস ইউনিভার্স কানাডা ২০১৮ (বিজয়ী) মিস ইউনিভার্স ২০১৮ (সেরা দশ) |
মার্তা মাগদালেনা স্তেপিয়েন (জন্ম ১০ মার্চ ১৯৯৪) হলেন পোল্যান্ডে জন্মগ্রহণকারী এক কানাডীয় মডেল, যিনি মিস ইন্টারন্যাশনাল কানাডা ২০২৭ ও মিস ইউনিভার্স কানাডা ২০১৮ খেতাব লাভ করেছিলেন। তিনি জাপানের টোকিওতে মিস ইন্টারন্যাশনাল ২০১৭ প্রতিযোগিতায় ও থাইল্যান্ডের ব্যাংককে মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় কানাডার প্রতিনিধিত্ব করেছেন। তিনি মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় সেরা দশ প্রতিযোগীর একজন হিসেবে ঘোষিত হয়েছিলেন।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মার্তা স্তেপিয়েন পোল্যান্ডের ওয়ারশতে জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে উঠেছেন কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসরে। তিনি সেন্ট ক্লেয়ার কলেজে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন ও সেখানে গবেষক হিসেবেও কাজ করছেন। তিনি ফরাসি, পোলিশ, জার্মান ও ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। তিনি মডেল হিসেবেও কাজ করে থাকেন।[২]
সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ
[সম্পাদনা]মিস ইউনিভার্স কানাডা ২০১৭
[সম্পাদনা]মার্তা স্তেপিয়েন ২০১৭ সালে মিস ইউনিভার্স কানাডা প্রতিযোগিতায় প্রথম রানার আপ হিসেবে ঘোষিত হন।
মিস ইন্টারন্যাশনাল ২০১৭
[সম্পাদনা]মার্তা স্তেপিয়েন জাপানের রাজধানী টোকিওতে মিস ইন্টারন্যাশনাল ২০১৭ প্রতিযোগিতায় কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন।
রেইনাদো ইন্টারন্যাসিওনাল দেল ক্যাফে ২০১৮
[সম্পাদনা]মার্তা স্তেপিয়েন কলম্বিয়াতে রেইনাদো ইন্টারন্যাসিওনাল দেল ক্যাফে ২০১৮ প্রতিযোগিতায় কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি বিজয়ী না হলেও 'ভিরেইনা' শিরোনামের একটি উপ খেতাব লাভ করেন।
মিস ইউনিভার্স কানাডা ২০১৮
[সম্পাদনা]মার্তা স্তেপিয়েন ২০১৮ সালের মিস ইউনিভার্স কানাডা প্রতিযোগিতায় দক্ষিণ অন্টারিওর প্রতিনিধিত্ব করেছিলেন। প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন।[১] ২০১৮ সালের ১৮ আগস্ট তিনি তার বিজয়ী মুকুট গ্রহণ করেন।[৩][৪]
মিস ইউনিভার্স ২০১৮
[সম্পাদনা]তিনি ২০১৮ সালের ডিসেম্বর মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিস ইউনিভার্স ২০১৮ প্রতিযোগিতায় কানাডার প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেরা দশ প্রতিযোগীর একজন হিসেবে ঘোষিত হয়েছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Miss Universe Canada 2018 award goes to Marta Stepien"। awardgoesto। ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮।
- ↑ "Local model Alicia Angus puts in solid effort at Miss Universe Canada — as title goes to Windsor woman"। National Valley News। ২৮ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
- ↑ "Las fotos de Marta Stepien, ganadora de Miss Canada 2018"। www.infobae.com। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৮।
- ↑ "Windsor woman wins Miss Universe Canada 2018"। windsor.ctvnews.ca। CTV News। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮।