মার্টিন ডাংগো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মার্টিন এম. ডাংগো একটি হল ভারতীয় রাজনীতিবিদ এবং মেঘালয় সরকারের গণপূর্ত বিভাগ (সড়ক) বর্তমান মন্ত্রী। তিনি দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলার ৩৫তম রানিকর আসনের প্রতিনিধিত্ব করা মেঘালয় বিধানসভার সদস্য। [১] আসনটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত। ডাংগো ১৯৯৮ সালের বিধানসভা নির্বাচনে ল্যাংগ্রিন (এসটি) আসন থেকে প্রথমবারের মতো পিপলস ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) প্রার্থী হিসাবে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। [২] তিনি দল পরিবর্তন করে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে ২০০৩ সালে পুনরায় নির্বাচিত হন। [৩] ২০১৮ সালে তিনি ভারতীয় জাতীয় সংগ্রেস থেকে পদত্যাগ করে ন্যাশনাল পিপলস পার্টিতে যোগ দিয়েছেন। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List Of Members Of The Eight Meghalaya Legislative Assembly"Meghalaya Legislative Assembly, Official website। ২০১১-০৫-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Meghalaya 1998"Election Commission of India। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২০ 
  3. "Meghalaya 2003"Electoral Commission of India। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২০ 
  4. "Ranikor, South Tura by-poll to be held on same day"Shillong Mail (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-২৭। ২০২১-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৫