মার্ক আলেগ্রে
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
মার্ক আলেগ্রে | |
---|---|
![]() মার্ক আলেগ্রে এবং অঁদ্রে জিদ (১৯২০) | |
জন্ম | |
মৃত্যু | ৩ নভেম্বর ১৯৭৩ | (বয়স ৭২)
পেশা | চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯২৭-১৯৭০ |
মার্ক আলেগ্রে (ফরাসি: Marc Allégret) (২২ ডিসেম্বর ১৯০০- ৩ নভেম্বর ১৯৭৩) একজন ফরাসি চিত্রনাট্যকার, আলোকচিত্রশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।[১]
জীবনী[সম্পাদনা]
তিনি সুইজারল্যাণ্ডের বাসেল-ষ্টাট-এর বাসেল শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইভ আলেগ্রের বড় ভাই ছিলেন। মার্ক আইনজীবী হওয়ার জন্য অধ্যয়ন করেছিলেন।
মার্ক আলেগ্রে মিশেল মরগান, জঁ-পল বেলমোঁদো, রেমু, জেরার ফিলিপ, দানিয়েল দোলর্ম, লুই জুরদঁ, এবং রোজে ভাদিমের সহকারী পরিচালকের সহযোগিতায় বিখ্যাত হয়ে উঠেন, তিনি ১৯৭৩ সালে মৃত্যবরণ করেন। তার মৃতদেহ ফ্রান্সের ভের্সাই শহরে সিমতিয়ের দে গনার সমাধিস্থলে শায়িত আছে।
চলচ্চিত্র পরিচিতি[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Marc Allégret (ইংরেজি)