মারিয়া ওয়াস্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারিয়া ওয়াস্তি
জন্ম
মারিয়া ওয়াস্তি

(1965-08-14) ১৪ আগস্ট ১৯৬৫ (বয়স ৫৮)
জাতীয়তাপাকিস্তানি
কর্মজীবন১৯৯৭-বর্তমান
পুরস্কারলাক্স স্টাইল পুরস্কার
২০০৬ সেরা কেন্দ্রীয় অভিনেত্রী
[তথ্যসূত্র প্রয়োজন]

মারিয়া ওয়াস্তি (জন্ম: ১৪ আগস্ট, ১৯৬৫) [১] হলেন একজন পাকিস্তানি চলচ্চিত্র, টেলিভিশন অভিনেত্রী এবং উপস্থাপিকা। বর্তমানে তিনি পাকিস্তানি টেলিভিশন চ্যানেল বিওএলের বিনোদনমূলক ক্রীড়া অনুষ্ঠানক্রোড়ন ম্যায় খেল সঞ্চালনা করছেন। [২]

জীবনী[সম্পাদনা]

মারিয়া ওয়াস্তি ১৯৬৫ সালের ১৪ আগস্ট তানজানিয়ার দারুসসালামে জন্মগ্রহণ করেছিলেন। পরিবারের সাথে পাকিস্তানে ফেরার আগে তিনি তার শৈশবের বছরগুলো সেখানেই কাটিয়েছিলেন। তিনি রিজওয়ান ওয়াস্তি এবং তাহিরা ওয়স্তির ভাগ্নি। তার বাবা-মা চেয়েছিলেন তিনি একজন ডাক্তার হয়ে উঠবেন, তবে কর্মজীবনের জন্য তিনি বিনোদন পেশাকেই বেশি পছন্দ করেছিলেন।[৩] সে সময়ে পাকিস্তানের একমাত্র টেলিভিশন নেটওয়ার্ক ছিল সরকারি মালিকানাধীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন বা পিটিভি। ১৯৯০ এর দশকের পরে পাকিস্তানের প্রথম বেসরকারি মালিকানাধীন চ্যানেল নেটওয়ার্ক টেলিভিশন মার্কেটিং (এনটিএম) তরুণ প্রজন্মকে বিশেষভাবে লক্ষ্য করে অনুষ্ঠানাদি প্রদর্শন শুরু করেছিল। ওয়াস্তি তখন অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Maria Wasti Celebrates Her Birthday On The Sets Of Salam Zindagi"Reviewit.pk | Celebrities | Entertainment news Portal (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-১১। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৭ 
  2. [১]
  3. "Oh, Maria!"DAWN Newspaper। মে ১৩, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-২৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]