মারিয়াম আহমদ
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | [১] কায়রো, মিশর | ৩০ আগস্ট ২০০৫
ক্রীড়া | |
দেশ | মিশর |
ক্রীড়া | সাঁতার |
ধরন | সমলয় সাঁতার |
মারিয়াম আহমদ (আরবি: مريم احمد; জন্ম: ৩০ আগস্ট ২০০৫) হলেন একজন মিশরীয় সমলয় সাঁতারু, যিনি মিশরের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
আহমদ মিশরের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মারিয়াম আহমদ ২০০৫ সালের ৩০শে আগস্ট তারিখে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]আহমদ মিশরের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ফারিদা আব্দুল বারি, নাদিন বারসুম, আমিনা আল ফেকি, হানা হিকাল, সালমা মারাই, সুন্দুস মুহাম্মদ এবং নিহাল সাফানের সাথে মিশরের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৪২.৭৬৫১, ফ্রি রুটিনে ২৪৩.৯৮৯৬ এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে ২১৯.২২৬৭ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৭০৫.৯৮১৪ পয়েন্ট নিয়ে তারা ১০ম স্থান অধিকার করেছেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ ক খ "AHMED Mariam" [মারিয়াম আহমদ]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে মারিয়াম আহমদ (ইংরেজি)