মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই হল রজনীকান্ত সেন কর্তৃক বাংলা ভাষায় রচিত ও সুরারোপিত একটি গান (কান্তগীতি)। এটি একটি কালজয়ী দেশাত্মবোধক গান।[১][২]

স্বদেশী আন্দোলন (১৯০৫–১৯১১) চলাকালে তিনি এই গানটি রচনা করে এক অভূতপূর্ব আলোড়নের পরিবেশ সৃষ্টি করেছিলেন। এই গানটি আপামর দেশবাসীকে আজও অনুপ্রেরণা জোগায় তথা দেশপ্রেমে উজ্জীবিত করে।[১][২][৩]

গানের কথা[সম্পাদনা]

মায়ের দেওয়া মোটা কাপড়

মাথায় তুলে নে রে ভাই;

দীন-দুঃখিনী মা যে তোদের

তার বেশী আর সাধ্য নাই।

ঐ মোটা সূতোর সঙ্গে, মায়ের

অপার স্নেহ দেখতে পাই;

আমরা, এমনি পাষাণ, তাই ফেলে ঐ

পরের দোরে ভিক্ষা চাই।

ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের

সবার প্রচুর অন্ন নাই;

তবু, তাই বেচে কাচ, সাবান মোজা,

কিনে কল্লি ঘর বোঝাই।

আয়রে আমরা মায়ের নামে

এই প্রতিজ্ঞা ক’রব ভাই;

পরের জিনিষ কিনবো না, যদি

মায়ের ঘরের জিনিষ পাই।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rajanikanta Sen : এই গানেই রজনীকান্ত হয়ে ওঠেন কান্তকবি, স্বদেশী আন্দোলনে যার ছিল বিশেষ ভূমিকা"Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-৩০ 
  2. জুয়েল, জোবায়ের আলী। "বাংলা গানে রজনী কান্ত সেন"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-৩০ 
  3. "রজনীকান্ত সেন"www.sahos24.com। ২০২২-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-৩০