মানবেন্দ্র পাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মানবেন্দ্র পাল (১৯২৬―২০১১) একজন বাঙালি ছোটগল্পকার ও শিশুসাহিত্যিক।

জীবনী[সম্পাদনা]

কর্মজীবনে মানবেন্দ্র পাল ছিলেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থন বিভাগের প্রকাশন শাখার ডেপুটি ডিরেক্টর। যুগান্তর ও অন্যান্য পত্রিকায় অনেক ছোটগল্প লিখেছেন।[১] সমসাময়িক এমন কোনো পত্রিকা নেই যাতে তিনি লেখেননি। নবকল্লোল পত্রিকায় নিয়মিত লিখতে লিখতে শুকতারা পত্রিকাতে শিশুদের জন্য অজস্র ভৌতিক গল্প ও উপন্যাস লিখেছেন তিনি। প্রায় পঁচিশ বছর ধরে সাহিত্য চর্চা করেছেন মানবেন্দ্র পাল।[২] তাঁর অতিলৌকিক ভৌতিক গল্প শিশু ও প্রাপ্তবয়স্কদের ভেতর জনপ্রিয় ছিল।[৩]

প্রকাশিত গ্রন্থ[৪][সম্পাদনা]

  • ভৌতিক অমনিবাস (১ম ও ২য় খন্ড)
  • জীবন্ত কঙ্কাল
  • আতঙ্ক
  • অশরীরী আতঙ্ক
  • বাপ্পার এডভেঞ্চার
  • নিষেধ
  • আতঙ্ক যখন হিলিতে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Choudhury, Edited and Compiled by Kamal। JUGANTAR GOLPOSAMBHAR। PATRA BHARATI। আইএসবিএন 978-81-8374-470-6 
  2. মানবেন্দ্র পাল (২০১৯)। ভৌতিক অমনিবাস। কলকাতা: দেব সাহিত্য কুটির। আইএসবিএন ৯৭৮৯৩৫০৬০০৫৭৩ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 
  3. Prohor। "'আমায় যে হত্যা করেছিল সে তোমাদের মধ্যেই আছে!' - Prohor"‘আমায় যে হত্যা করেছিল সে তোমাদের মধ্যেই আছে!’ - Prohor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২১ 
  4. "মানবেন্দ্র পাল"www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২১