বিষয়বস্তুতে চলুন

আদমের পতন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মানবজাতির অধঃপতন থেকে পুনর্নির্দেশিত)
আদম, হাওয়া, এবং ফ্রান্সের প্যারিসে নোত্র্‌ দাম ক্যাথেড্রাল এর প্রবেশদ্বারে এক নারী সর্প। পূর্ববর্তী খ্রিস্টান মূর্তিবিদ্যায় হাওয়ার আয়না হিসাবে সর্পের চিত্রটি সাধারণ ছিল কারণ পুরুষের পতনের জন্য আরোপিত এবং আদি পাপের উৎস হিসেবে নারীদের চিহ্নিত করা হয়েছিল।[]

আদমের পতন বা মানবজাতির পতন বা সহজভাবে পতন হলো খ্রিস্টধর্মে ব্যবহৃত শব্দ যা প্রথম পুরুষ ও নারীর ঈশ্বরের প্রতি নির্দোষ আনুগত্যের অবস্থা থেকে দোষী অবাধ্যতার অবস্থাতে রূপান্তরকে বর্ণনা করতে ব্যবহৃত হয়।[] পতনের মতবাদ এসেছে বাইবেলের ব্যাখ্যা, আদি পুস্তকের অধ্যায় ১-৩ থেকে।[] প্রথমে, আদম ও হাওয়া ঈশ্বরের সঙ্গে জান্নাতুল আদনে বাস করতেন, কিন্তু সর্প তাদের ভালো ও মন্দের জ্ঞানের গাছের ফল খেতে প্রলুব্ধ করেছিল, যা ঈশ্বর নিষেধ করেছিলেন।[]  তা করার পর, তারা তাদের নগ্নতার জন্য লজ্জিত হয়েছিল এবং ঈশ্বর তাদের জীবন বৃক্ষের ফল খেতে এবং অমর হতে বাধা দেওয়ার জন্য তাদের বাগান থেকে বহিষ্কার করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Book of Genesis টেমপ্লেট:Paradise Lost (poem) টেমপ্লেট:Hamartiology